ওয়েব ডেক্স: বাংলাদেশের (Bangladesh) টাকায় থাকবে না শেখ মুজিবর রহমানের ছবি। পরিবর্তে ছাপা হবে ছাত্র আন্দোলনের ঝলক। অন্তর্বর্তী সরকারের নির্দেশে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন নোট ছাপানোর কাজ।
চলতি বছরের জুলাইতে ছাত্র আন্দোলনের জেরে মুজিব-কন্যা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ঘটেছে। বর্তমানে বাংলাদেশে ইউনুস সরকারের অধীনে চলছে অন্তর্বর্তী সরকারের শাসন।
আরও পড়ুন: গাজা-লেবাননে ইজরাইলি বাহিনীর হামলা অব্যাহত
বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত মুজিবর রহমানের ছবি টাকা থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক নয়া নোট ছাপানোর নির্দেশ পেয়েছে। নয়া নোটে মিলবে জুলাইয়ের ছাত্র আন্দোলনের আভাস।
সূত্রের খবর, ওপার বাংলায় অন্তর্বর্তী সরকারের নির্দেশে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট ছাপানো চলছে। মুজিব রহমানের ছবি না থাকার পাশাপাশি প্রাথমিক ভাবে চারটি পরিবর্তন করা হবে। ধর্মীয় বিশ্বাস, বাঙালি ঐতিহ্য এবং জুলাই আন্দোলনের সময় তৈরি ‘গ্রাফিটি’র ছোঁয়া থাকবে নতুন নোটে নতুন নোটে।
দেখুন আরও খবর: