কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আসানসোলে মনোনয়নপত্র (Asansol-Shatrughan Sinha) জমা দিতে হুড খোলা জিপে রওনা দিলেন প্রবীণ অভিনেতা তথা লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)।
এই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে গোটা শহরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। শত্রুঘ্নর সঙ্গে ছিলেন দলের লোকসভা সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই আসানসোল রবীন্দ্র ভবনের সামনে দলীয় কর্মীদের ভিড় জমে ওঠে।মিছিলে ছিল বেশ কয়েকটি ঢাক-বাদ্যও।
স্বামীর সঙ্গে এদিন মনোনয়ন জমা দিতে ও প্রচারের উদ্দেশ্যে আসেন পুনম সিনহা। সোমবার আসানসোলে পুনম মমতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, দিদিকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি ওনাকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। এই সম্মানের যোগ্য ব্যক্তি উনি। আজ খুবই খুশির দিন। পুনম আরও জানান, প্রচারেও তিনি থাকবেন। শেষ মিনিট পর্যন্ত স্বামীর সঙ্গে থেকে কর্তব্য করে যাবেন।