Tuesday, July 8, 2025
HomeদেশCongress's 85th plenary session: সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গরহাজির, কংগ্রেস অধিবেশনের শুরুতেই জল্পনা 

Congress’s 85th plenary session: সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গরহাজির, কংগ্রেস অধিবেশনের শুরুতেই জল্পনা 

Follow Us :

রায়পুর: কংগ্রেস অধিবেশনের (Congress’s 85th plenary session) শুরুতেই জল্পনা তুঙ্গে। শুক্রবার সকালে ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে ((Raipur) শুরু হওয়া অধিবেশনের গুরুত্বপূর্ণ বৈঠকেই গরহাজির সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra)। কংগ্রেসের শীর্ষ নীতি নির্ধারক ‘মস্তিষ্ক’ ওয়ার্কিং কমিটির (CWC) নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তের আলোচনাতেই অনুপস্থিত গান্ধী পরিবার। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, মা-পুত্র-কন্যা চাইছেন দলের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Congress President Mallikarjun Kharge) যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত। তিনজনেই শুক্রবার দুপুরে অধিবেশনে হাজির হবেন।

অনেক নাটকের পর একেবারে চূড়ান্ত ক্লাইম্যাক্সে এসে খাড়্গে সভাপতি নির্বাচিত হন কংগ্রেসের। কয়েক দশকের আধিপাত্যের পর দলের দায়ভার গান্ধী পরিবারের বাইরে গিয়েছে। তাই অনেক নেতা মনে করছেন, ওয়ার্কিং কমিটির নির্বাচন সংক্রান্ত বৈঠকে গান্ধী পরিবার উপস্থিত থাকলে সমালোচনার অবকাশ থাকত। সে কারণেই কোনও রকম সন্দেহ যাতে না থাকে, কেউ যাতে মনে করতে না পারে, ওয়ার্কিং কমিটি গঠনে তাঁদের প্রভাব রয়েছে, সে কারণেই ওই বৈঠকে ইচ্ছাকৃতভাবে উপস্থিত ছিলেন না তিনজনেই।

আরও পড়ুন: Visva-Bharati University: বিশ্বভারতীতে সমাবর্তন ঘিরে পড়ুয়াদের তুমুল বিক্ষোভ, পোস্টার ক্যাম্পাস জুড়ে

কংগ্রেস সরকারিভাবে গান্ধী পরিবার-মুক্ত হলেও সকলেই জানেন দলের উপর তাঁদের নিয়ন্ত্রণ কতটা। ফলে স্টিয়ারিং কমিটির বৈঠকে তাঁদের উপস্থিত থাকা না থাকাটা বিশেষ তাৎপর্যপূর্ণ নয়। প্রসঙ্গত, মল্লিকার্জুন খাড়্গে সভাপতি হওয়ার এটাই দলের পূর্ণাঙ্গ অধিবেশন। বিশেষত রাহুলের নেতৃত্বে একের পর এক নির্বাচনে দলের ভরাডুবির পর খাড়্গে দায়িত্ব নেওয়ার হিমাচল প্রদেশে বিজেপিকে পরাস্ত করে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। সামনে ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের ফলাফল রয়েছে। সেদিকেও তাকিয়ে রয়েছেন খাড়্গে। কারণ, এই অধিবেশনেই আনুষ্ঠানিকভাবে তাঁর সভাপতিত্ব দলের স্বীকৃতি পেতে চলেছে।

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সাফল্যের পর প্রায় ১৫ হাজার প্রতিনিধি নিয়ে এদিন সকাল ১০টা থেকে শুরু হয়েছে অধিবেশন। তিনদিনের এই অধিবেশনেই স্টিয়ারিং কমিটির জায়গায় ওয়ার্কিং কমিটি নির্বাচন হবে। নেতৃত্ব বদলের সময় ওয়ার্কিং কমিটি ভেঙে অন্তর্বর্তী কাজ চালানোর জন্য স্টিয়ারিং কমিটি গঠিত হয়। স্টিয়ারিং কমিটিই ঠিক করবে ওয়ার্কিং কমিটি নির্বাচনের মাধ্যমে হবে। নাকি মনোনয়নের মাধ্যমে হবে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39