অমরাবতী: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হল, মহাকাশে পাড়ি দিল প্রোবা-৩ (Proba 3)। গতকাল ছাড়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির জন্য পিছিয়ে যায়। কিন্তু আজ, বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে ৪ টে ৪ মিনিটে মহাকাশে যাত্রা করল প্রোবা-৩।
পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV -C59 রকেটে মহাকাশে পাড়ি দেয় প্রোবা ৩ মহাকাশযান ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ১ থেকে উৎক্ষেপণ করা হয়। পাড়ি দেওয়ার পনেরো মিনিট পর পিএসএলভি-সি৫৯ থেকে আলাদা হয়ে যায় প্রোবা ৩ মহাকাশযান। এর পরেই ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন এই অভিযান সফল হয়েছে।
আরও পড়ুন: পানীয় জলের ব্যবস্থা খতিয়ে দেখবে নবান্ন, আগামী সপ্তাহে ফের বৈঠক
এদিনের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসরো ও ইউরোপিয় মহাকাশ গবেষণা এজেন্সি (ESA)-র বিজ্ঞানীরা ৷
সূর্যের করোনা, সৌর বায়ু মণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, সৌর গতিবিদ্যা ও মহাকাশের আবহাওয়া ভালোভাবে বোঝার জন্য এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষজ্ঞদের মতামত অনুসারে, যেভাবে ‘প্রোবা-৩’ মিশন উৎক্ষেপণ করা হবে, তা বিশ্বে প্রথমবার হচ্ছে। এতে দুটি স্যাটেলাইট আছে। দুটি মহাকাশযান (করোনাগ্রাফ এবং অকুলটার) একসঙ্গে উড়ে যাবে। দুটি কাছাকাছি অবস্থান নেবে। প্রায় ১৮ মিনিট যাওয়ার পরে ৫৫০ কিলোগ্রামের ‘প্রোবা-৩’ স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে পিএসএলভি।
‘প্রোবা-৩’ হল ইসরোর একটি বাণিজ্যিক মিশন। এই উৎক্ষেপণের দায়িত্বে ইসরোর বাণিজ্যিক প্রতিষ্ঠান নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড।
দেখুন অন্য খবর: