নয়াদিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কন্যাকে হুমকি মামলায় সুপ্রিম (Supreme Court) স্বস্তি। এই মামলায় ধৃতের পুলিশ হেফাজতে অত্যাচারের অভিযোগ ওঠে। হাইকোর্ট জানায়, মেডিক্যাল রিপোর্টে মামলাকারীর ওপর শারীরিক নির্যাতনের ইঙ্গিত স্পষ্ট।
সেই কারণে এই ঘটনার তদন্তভার্টর সিবিআইয়ের (CBI) হাতেই থাকবে। এবার এই ঘটনায় সিবিআই তদন্তের হাইকোর্ট নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ এই রায় দিয়েছেন।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে হুমকির অভিযোগে রাজ্য পুলিশের হাতে ধৃত অভিযুক্তের প্রতি অত্যাচার পুলিশ হেফাজতে। পুলিশের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিবিআই তদন্তের নির্দেশ। সেই নির্দেশ রাজ্যের তরফে চ্যালেঞ্জ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
৫ নভেম্বর রাজ্যের আবেদন খারিজ প্রধান বিচারপতি টি.এস শিবগণানমের ডিভিশন বেঞ্চে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ রাজ্য সরকারের।
আরও পড়ুন:পারিবারিক ঐতিহ্য রক্ষার সঙ্গে রাজনৈতিক ছকের বিরুদ্ধে পরীক্ষা সুপ্রিম প্রধান বিচারপতি খান্নার
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। নতুন স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তথা সিট-এর জন্য রাজ্যকে আইপিএস অফিসারদের নামের একটি তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেখানে মহিলা অফিসারদেরও নাম থাকবে। সিবিআইয়ের পরিবর্তে এই সিট-এর হাতে তদন্তভার দেওয়া যেতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত।
হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ।
প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মেডিক্যাল রিপোর্টে মামলাকারীর ওপর শারীরিক নির্যাতনের ইঙ্গিত স্পষ্ট। সেই কারণে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতেই থাকবে। এবার সেই রায়েই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
দেখুন অন্য খবর: