দিনহাটা: বিরোধীদের উদ্দেশে আবারও হুঁশিয়ারি। এবার দিনহাটার (Dinhata) সভা থেকে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। দলের এক প্রস্তুতি সভায় বিজেপিকে (BJP) নিশানা করে তিনি বলেন, ‘হিন্দু মুসলমান প্রত্যেকের বাড়িতে ঝাঁটা আছে। তাই ওরা যদি ভোট চাইতে আসে তাহলে ঝাঁটা দেখাতে পারবেন তো? দেশটাকে ছিবড়ে করে দিচ্ছে এরা। এদের বিরুদ্ধে লড়াই হবে। আমার মায়েরা বলুন। হিন্দু মায়েরা উলুধ্বনি আর মুসলিম মায়েরা হাততালি দিয়ে বলুন হ্যাঁ এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। একশো দিনের টাকা বন্ধ করে দিচ্ছে। আর বড় লোকেদের প্লেনের টিকিট সাবসিডিতে দিচ্ছে।’
আগামী ১১ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মাথাভাঙ্গা কলেজের মাঠে জনসভা করবেন। সেই সভা সফল করতেই শনিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের (TMC) উদ্যোগে দিনহাটা ২ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের সবুজপল্লী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভা থেকে বিজেপির জেলা নেতা সুশান্ত দাস সহ ১০জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা ২ ব্লকের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য্য, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস সহ অনান্য নেতৃত্বরা। এই সভায় বক্তৃতা রাখতে গিয়েই বিজেপির লোকেদের ঝাঁটা দিয়ে তাড়িয়ে দেওয়ার নিদান দেন উদয়ন গুহ।
আরও পড়ুন:American Airlines: নিন্দনীয় ঘটনা, ক্যানসার রোগীকে বিমান থেকে নামিয়ে দিল আমেরিকান এয়ারলাইনস
পাশাপাশি তিনি এই সভা থেকেই কেন্দ্রীয় সরকারের প্লেনের টিকিটে সাবসিডি দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন। বিজেপি নেতাদের উদ্দেশে বলেন, চার হাজার টাকা দামের টিকিট এক হাজার টাকায় দিচ্ছেন। ওই টাকা কি আপনাদের বাবার? এই মন্তব্য নিয়ে এখন জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে।