কলকাতা: আজ বিশ্বকর্মা পুজো। রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। বৃষ্টি দাপট দেখিয়ে ফের গায়েব। এদিকে দক্ষিণবঙ্গে বাড়ছে গরম। কবে হবে ফের স্বস্তির বৃষ্টি। আরও বাড়বে গরম? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, সোমবার থেকে হওয়া বদলের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ খানিকটা মেঘলাই রয়েছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে দেখা মিলবে প্রখর রোদের। এছাড়াও আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে বাংলায়। গণেশ পুজোর দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলায়।
আরও পড়ুন: সপ্তাহ শুরুর দিন কত জ্বালানির দাম, জানুন
হাওয়া অফিস জানাচ্ছে, আজ শহর কলকাতায় সকলের দিকে তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা রয়েছে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে আপেক্ষিক আদ্রতার জেরে গরম বজায় থাকবে।এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮৭ শতাংশ।
দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের কারণে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টিপাত।