কলকাতা: ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার। কলকাতায় দেখা নেই শীতের। সন্ধ্যে বা বিকেলের দিকে হালকা ঠাণ্ডা অনুভুত হলেও, দিনেরবেলায় গরম তাপমাত্রা বজায় থাকছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি বেশি। আপাতত কনকনে শীতের অপেক্ষায় শহরবাসী।
কেমন থাকব দক্ষিণবঙ্গের আবহাওয়া?
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০% এবং ন্যূনতম ৪৭%। ১১ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন: ছাত্রীকে ‘আপত্তিকর মেসেজ’! পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়ে সাসপেন্ড শিক্ষক
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের দার্জিলিংয়ের তাপমাত্রা ৫.৬ ডিগ্রিতে। কালিম্পঙে তাপমাত্রা চ্ছিল ১০.৫ ডিগ্রিতে। ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে আংশিক বৃষ্টির সম্ভবনা। তুষারপাত হওয়ার সম্ভবনা রয়েছে। উত্তর দিনাজপুর এবং মালদাতে ৯ ডিসেম্বর হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ৫ দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভবনা নেই।
শীতের অপেক্ষায় অধীর দক্ষিণবঙ্গের মানুষ। অপরদিকে, উত্তরবঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। বৃষ্টির জন্য আরও এক দফা শীতের আমেজ বাড়বে।
দেখুন আরও খবর: