Friday, July 18, 2025
Homeজেলার খবরDeadbody in Train:উত্তরদিনাজপুরে ট্রেনের কামরায় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

Deadbody in Train:উত্তরদিনাজপুরে ট্রেনের কামরায় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

Follow Us :

কালিয়াগঞ্জ: ট্রেনের বগিতে মহিলার রক্তাক্ত মৃতদেহ। 
 রাধিকাপুর- হাওড়া কুলিক(radhikapur howrah kulik express) এক্সপ্রেস ট্রেনের কোচের ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ(kaliagunje) ব্লকের রাধিকাপুর স্টেশনে (radhikapur station)। জিআরপি ওই দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে অনুমান খুনের ঘটনা এটি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের পাশ থেকে বেশকিছু কাগজ পত্র পাওয়া যায়। সেখান থেকে ব্যাঙ্কের পাশবই থেকে যে নাম পাওয়া গেছে তাতে লেখা আছে নাম চম্পা দেবী। বাড়ি উত্তরপ্রদেশ।
কোথায় ছিল মৃতদেহ?
 প্রতিদিনের মতো রেলে সাফাইয়ের দায়িত্বে থাকা কর্মী কালাচাঁদ বাসফোর কাজ করতে গিয়ে তিনি প্রথম দেখেন ওই মৃতদেহ। তিনি দেখেন ট্রেনের কামরায় পড়ে রয়েছে এক রক্তাক্ত মৃতদেহ। এরপর তিনি অন্যদের বিষয়টি জানান। জিআরপি, আরপিএফকে  জানানো হয়। তা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে তিনি এখানে এলেন তার খোঁজখবর শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন Kharagpur IIT: ছাত্র মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ আদালত, ব়্যাগিং নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
এদিকে, এই ঘটনার জন্য এদিন রাধিকাপুর- হাওড়া কুলিক এক্সপ্রেস ট্রেন ৫.৪৫ মিনিটে রাধিকাপুর থেকে ছাড়ার কথা থাকলেও  প্রায় দেড় ঘন্টা দেরিতে ছাড়ে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39