কলকাতা: ৯ আগস্ট আরজি করে (R.G.KAR) ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। রাতের অন্ধকারে ট্রেনি চিকিৎসককে ওঠে ধর্ষণ করে খুনের অভিযোগ। তারপর থেকেই নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনে নামে গোটা দেশ। গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসক (Junior Doctor) ধর্ষণ এবং খুনের ঘটনার ৮৭ দিন পেরিয়ে গেছে। ঘটনার দ্রুত বিচারের দাবিতে আজ মহিলা সংগঠনের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স (CGO Complex) অভিযানের ডাক দেওয়া হয়। ‘সিটিজেন্স ফর জাস্টিস’ (Citizens For Justice) ব্যানারে সল্টলেকের করুণাময়ী (Korunamoyee) থেকে সিবিআই (CBI) দফতর পর্যন্ত মিছিল করেন তাঁরা।
গত বুধবারও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে করা হয় সিজিও কমপ্লেক্স (CGO Complex) অভিযান। সেখানেও জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors’) সঙ্গে পা মেলান জনসাধারণ। ওই কর্মসূচি থেকে জুনিয়র চিকিৎসকেরা আশঙ্কা প্রকাশ করেন কোন এক অজ্ঞাত কারণে সিবিআইয়ের পক্ষ থেকে অভিযুক্তদের লোকানো হচ্ছে। তাই গত বৃহস্পতিবার সিবিআইকে চাপে রাখতে ডাক দেওয়া হয় সিবিআই অভিযানের।
আরও পড়ুন: হিজবুল্লাহ, হামাস, ইরাক, ইরান নাস্তানাবুদ করে ফেলেছে ইজরায়েলকে
উল্লেখ্য, আজই সিবিআইয়ের পক্ষ থেকে নির্যাতিতা নির্যাতনের ৮৭ দিনের মাথায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে গঠন করা হয় চার্জ।রুদ্ধদ্বার কক্ষে আজ চার্জ গঠনের প্রক্রিয়া শেষ হয় বলে জানা যায়।
সিবিআইয়ের পক্ষে ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (খুন), ৬৪(১) ধর্ষণ এবং ৬৬ ধারায় চার্জশিট গঠন করা হয়েছে। সূত্রের খবর, বিচারকের সামনে ধৃত সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করেছে। আগামিকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। সেদিকেই নজর সবার।
দেখুন অন্য খবর: