কাঠের ওপর খড় বেঁধে তার ওপর মাটির প্রলেপ। এভাবেই তিলে তিলে গড়ে ওঠে দেবী দুর্গার অবয়ব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার আর বাকি মাত্র কয়েকটা মাস। আর সেই অবয়ব তৈরি যারা করবেন সেই মৃৎশিল্পীরা আজও কোভিড আতঙ্কে রয়েছেন। কাজ তো তাঁরা করবেন, কিন্তু করোনার সংক্রমণ থেকে বেঁচে কারিগর পাবেন কিনা সেই সমস্যাতে ভুগছিলেন তাঁরা। কারণ টিকা ছাড়া কলকাতায় এসে কাজ করতে রাজি নয় অনেক কারিগরই। যারফলে এই আতঙ্ককে সঙ্গে নিয়েই দিন কাটাচ্ছিলেন কুমারটুলীর মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীদের সুস্থ থাকতে হবে তা না হলে দুর্গা পূজার সময়ে বিপদে পরবে বাঙালি। তাই তাঁদের বিনামূল্যে টিকার ব্যবস্থা করলো সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন তাদের সঙ্গেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রামকৃষ্ণ ফাউন্ডেশন। শুধু মৃৎশিল্পীরাই নয় এই বিনামূল্যে টিকা কর্মসূচিতে টিকা নিয়েছেন ট্রান্সজেন্ডাররা। একদিনের এই টিকা ক্যাম্পটি অনুষ্ঠিত হয় কুমারটুলীর একটি কমিউনিটি সেন্টারে। এই কর্মসূচিতে ১৫০ জনকে কোভিশিল্ড টিকা দেওয়া হয়। ৮৪ দিন পর একই জায়গায় আবার দ্বিতীয় দফার টিকা দেওয়া হবে শিল্পীদের ও ট্রান্সজেন্ডারদের।
Html code here! Replace this with any non empty text and that's it.