কলকাতা: রোজকার ব্যস্ত জীবনে নিজেকে একটু সময় দেওয়া খুবই জরুরি। বর্তমান প্রজন্মের কাছে একা ভ্রমণ বা সোলো ট্রিপ (Solo Trip) এখন দারুণ জনপ্রিয়। কারণ, একা ভ্রমণের সঙ্গে জুড়ে থাকে স্বাধীনতা, আনন্দ এবং সম্পূর্ণ নতুন এক অনুভূতি। পরিবহণ থেকে রাত কাটানোর ব্যবস্থা সবকিছু একা হাতেই সামলাতে হয়। এমনকী রাস্তায় বিপদে পড়লেও অচেনা মানুষের থেকেই তখন সাহায্য চাইতে হয়। কিন্তু, মনের মধ্যে একটাই ভয়, আপনি যে জায়গাটায় বেড়াতে যাচ্ছেন, সেটা নিরাপদ তো? বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। চিন্তা নেই! ভারতবর্ষে এমন অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, যেখানে মহিলারা নিশ্চিন্তে সোলো ট্রিপে যেতে পারবেন। জেনে নিন কোথায় যাবেন?
গোয়া- সোলো ট্রিপে সমুদ্র সৈকতে বেড়াতে যেতে চাইলে গোয়ায় যেতে পারেন। কারণ, মহিলারা একা গোয়া গেলে কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। পর্তুগিজ ইতিহাস, প্রাচীন স্থাপত্য আর পশ্চিমঘাট ও আরব সাগরের নৈসর্গিক দৃশ্য আপনার সোলো ট্রিপকে চিরস্মরণীয় করে রাখবে। গোয়ায় ঘুরে দেখার জন্য স্কুটিও ভাড়া পাওয়া যায়। আর বেশিদিন থাকার ইচ্ছে হলে এয়ারবিএনবি রয়েছে। তাই কম খরচে ঘুরতেও পারবেন।
আরও পড়ুন: প্রথমবারের জন্য একা ঘুরতে যাচ্ছেন? রইল কিছু টিপস
নৈনিতাল- উত্তরাখণ্ডের জনপ্রিয় শৈলশহর ও পর্যটন কেন্দ্র নৈনিতাল। কুমায়নের কোলে অবস্থিত এই শৈলশহর মহিলাদের সোলো ট্রিপের জন্য আদর্শ। পাহাড়ের কোলে ধাপে-ধাপে রয়েছে হোটেল, ক্যাফে ও রেস্তোরাঁ। আর লেকের ধারে রয়েছে মার্কেট। এই লেকের পাশ থেকে দুচাকা ভাড়া করে ঘুরে নিতে পারেন গোটা শৈলশহর। এছাড়া যেতে পারেন নয়না দেবীর মন্দির, ভীমতাল, সাততালের মতো পর্যটন কেন্দ্রগুলোতে।
গ্যাংটক- বাড়ির কাছে সোলো ট্রিপ করতে চাইলে বেছে নিতে পারেন সিকিমের রাজধানী গ্যাংটককে। তিব্বত ও বৌদ্ধ সংস্কৃতি সম্পর্কে জানতে আপনি যেতে পারেন এই জায়গায়। গ্যাংটকের ম্যালে বসে আইসক্রিমও খেতে পারেন। আবার রোপওয়ে চেপে এই শৈলশহরের সৌন্দর্যও উপভোগ করতে পারেন কোনও সঙ্গী ছাড়াই। গ্যাংটক থেকে নাথু লা, ছাঙ্গু লেকও ঘুরে নিতে পারেন খুব সহজেই।
দেখুন আরও অন্য খবর: