নয়াদিল্লি: বৃহস্পতিবার বিকেলের থেকেও রাজধানীর বায়ুদূষণ (Air Pollution) আরও খারাপ হল শুক্রের সকালে। এদিন সকাল ৭টায় দিল্লির (New Delhi) বায়ু দূষণের সূচক (AQI) ছিল ৪৩৭। ভোর হওয়ার আগে থেকেই দিল্লির আকাশ জুড়ে ছিল ঘন ধোঁয়াশা (Smog)। রাস্তাঘাটে আলো জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করেছে যানবাহন। তার উপর আগামিকাল ও রবিবার ছটপুজো (Chhath Puja)। সব মিলিয়ে শহরের বায়ুদূষণের সূচক নিয়ে প্রমাদ গুনছে সরকার।
এদিন সকালে আর কে পুরমে সূচক ছিল ৪৬৫, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬৭ এবং দ্বারকা এলাকায় ছিল ৪৯০। দিল্লিবাসীর এদিনও সকালে ঘুম ভাঙে প্রচণ্ড ধোঁয়াশা এবং বিষাক্ত আবহাওয়ার মধ্যে। দৃশ্যমানতা নেমে আসে ২০০ মিটার। শুধু দিল্লি নয়, পার্শ্ববর্তী হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশেও বাতাসের বিষ ভয়াবহ আকারে ছিল। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই মুহূর্তে বায়ুদূষণের তীব্রতা থেকে নিষ্কৃতির সম্ভাবনা নেই। আরও বেশ কয়েকদিন ধরে চলবে এই পরিস্থিতি।
আরও পড়ুন: বাবা বৌখনাগের মন্দির ভাঙায় সুড়ঙ্গ ধস?
বিশেষত ছটপুজো এসে যাওয়ায় পরিবেশবিদরা আরও দূষণের আশঙ্কা করছেন। কারণ ছটপুজোয় দেদারে বাজি ফাটে। পরিবেশ বান্ধব বাজি নামে যেগুলি পোড়ানো হয়, তাতেও বায়ুদূষণ বাড়ে। কিন্তু, বাজি পোড়ানো নিয়ে বিজেপি আপ সরকারের বিরোধিতায় নেমেছে।
ডাক্তারদের মতে, দিল্লির বাতাসে এখন নিঃশ্বাস নেওয়ার অর্থ দিনে ১০টি সিগারেট খাওয়ার শামিল। দিনের পর দিন এভাবে থাকার ফলে হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং সিওপিডি সর্বোপরি কার্ডিওভাসকুলার ডিজিজ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
অন্য খবর দেখুন