হুগলি: আর একদিন পরই চন্দননগরে (Chandannagar) জগদ্ধাত্রী (Chandannagar Jagadhatri Puja 2023) পুজো শুরু হতে চলেছে। বিশ্বজোড়া খ্যাতি রয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর। ইতিমধ্যেই আলোয় সেজেছে প্রাচীন শহর চন্দননগর। মণ্ডপে মণ্ডপে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। উত্তর থেকে দক্ষিণ সব কমিটিগুলির মধ্যেই শেষ মুহূর্তে চরম ব্যস্ততা। আলোর নানা থিম দেখা যাবে পুজোয়। চন্দননগর, মানকুণ্ডু ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট ১৭৭ টি জগদ্ধাত্রী পুজো হচ্ছে এবার। যে কোনও একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন চন্দননগরে।
এখানকার আলোর কারিকুরি দেখতে আসেন দেশ-বিদেশের মানুষ। গোটা চন্দননগর আলোকময় হয়ে উঠবে কটা দিন।মুখোশের আড়ালে অন্তরালে চিত্র কিংবা আলোর উৎসবে রঙিন মনের রকমারি চিন্তা ধারা ফুটে উঠবে সারা শহর জুড়ে। একাদশীর দিন চন্দননগর শহর মেতে উঠবে বর্ণময় শোভাযাত্রার মধ্যে দিয়ে। শোভাযাত্রায় অংশগ্রহণ করছে ৬২ টি পুজো কমিটি। বিশেষ জয়ন্তী বর্ষ রয়েছে ছটি কমিটির। তাদের পুজো ঘিরে উন্মাদনা বিপুল। মণ্ডপে নতুনত্ব কী থাকবে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে সবাই।
আরও পড়ুন: কার্তিক পুজোয় বাঁশবেড়িয়া জুড়ে চলছে নজরদারি
জগদ্ধাত্রী পুজো শুরুই হচ্ছে সপ্তাহের প্রথম দিন থেকে। প্রতিবছর মানুষজন ভিড় করেন এই ফরাসি সংস্কৃতি ঘেঁষা এই শহরে। পুজো উপলখ্যে গোটা সপ্তাহজুড়েই থাকবে আলোর রোশনায় সঙ্গে প্রতিমা দর্শন। এছাড়া দশমীর দিন শোভাযাত্রা তো উপরি পাওনা। চন্দননগর বা মানকুণ্ড স্টেশন থেকে নেমেই আপনি পর পর দেখতে পাবেন অপূর্ব থিমের মণ্ডপ ও বিশালাকার জগদ্ধাত্রী প্রতিমা। জগদ্ধাত্রীপুজোয় গোটা রাজ্যই চন্দননগরমুখী হয়ে উঠবে। স্থানীয় পুলিশ ও প্রশাসন আগেভাগেই পরিস্থিতি সামাল দিতে তৈরি।
আরও অন্য খবর দেখুন