বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া (Akshay Tritiya) তিথির দিনটি দীপাবলি এবং ধনতেরসের (Dhanteras) মতোই শুভ। এই দিন দেশ (India) জুড়ে পালিত হয় অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya)। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে পুজো (Lakshmi Puja) নিবেদন করা হয় এই দিনে। এবার অক্ষয় তৃতীয়ার শুভ দিনক্ষণ পড়েছে ২২ এপ্রিল৷
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, অক্ষয় তৃতীয়া প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। প্রথা অনুসারে, এ বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী ২২ তারিখ শনিবার। এই দিনটিকে খুবই বিশেষ ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় হিন্দু শ্রাস্ত্রে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনটি যেকোনও ধরনের শুভ কাজের জন্য অত্যন্ত শুভ। এটিকে আবুজ সায়াও বলা হয় কারণ এই দিনটিতে শুভ কাজ করার জন্য শুভ সময় পালন করতে হয় না।
আরও পড়ুন: Akshay Tritiya | অক্ষয় তৃতীয়ায় ভুলেও করবেন এই কাজগুলি, পিছু ছাড়বে না আর্থিক কষ্ট
অক্ষয় তৃতীয়া
২২ এপ্রিল শুভ দিন অক্ষয় তৃতীয়ার। সকাল ৭ টা ৪৮ মিনিট থেকে ২৩ এপ্রিল (23 April) ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত।
শুভ কাজকর্ম
অক্ষয় তৃতীয়ার দিন শুভ সময় না দেখেই বিবাহ, অন্নপ্রাশন, বাগদান, মুণ্ডন, গৃহপ্রবেশের মতো শুভকাজ করা যেতে পারে। এই দিনটিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। এই তিথিতে সমস্ত ধরনের শুভ কাজ করা যায়। স্নান, ধ্যান, জপ-তপ, যজ্ঞ স্বাধ্যায়, পিতৃ তর্পণ করলে পুণ্য ফল পাওয়া যায়। এই তিথিতে পাখা, চাল, পোশাক, ঘি, সবজি, ফল, তেঁতুলের দান শুভ মনে করা হয়।
সোনা কেনার শুভ সময়
২২ এপ্রিল সকাল ০৭.৪৯ থেকে বিকাল ০৫.৪৮ পর্যন্ত থাকবে সোনা কেনার শুভ সময়
অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য
এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে কয়েকটি পুরাণের কথা। শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা। তাদের বনবাসে থাকার সময়ে ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান। কিন্তু সেই সময় তাদের ঘরে কোনও অন্ন ছিল না। ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও দ্রৌপদী। ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন। আর অবাক করা বিষয়, তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তাঁর শিষ্যদের। দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। তাই এই দিন্টিকে শুভ বলে মনে করা হয়।