কলকাতা: বাঙালি বিশ্বাসে ভূত (Bhoot) অনেকটা জায়গা দখল করে নিয়েছে। গল্পে, সিনেমায়, রূপকথা, লোককথায় ভূতের প্রবেশ দীর্ঘদিনের। গা ছমছম করা ভূতের গল্পের আকর্ষণ প্রায় সকলেই। তাই কালীপুজোর আগের দিন অর্থাৎ চর্তুদশীর রাতকে বলা হয় ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi)।
- কালীপুজোর রাতে বা ভূত চতুর্দশীর রাতে শ্মশান বা কবরস্থানে যেতে নেই। এই সব জায়গায় নানা রকম নেগেটিভ শক্তি থাকে।
আরও পড়ুন: রশ্মিকার পর ‘ক্যাটরিনা’র ডিপফেক ভিডিও ফাঁস
- এই দুই দিন সন্ধ্যাবেলার পর কোনও ভাবেই বাড়িঘর ঝাড়ু দিয়ে পরিস্কার করবেন না। এর ফলে লক্ষ্মীদেবীকে ঘর থেকে বিতারিত করে দেওয়া হয়।
- এই দুই দিন রাতে রান্না করার পর, রান্নাঘর পরিস্কার করে রাখতে হয়। এতে পরিবারে মঙ্গল হয়।
- এই দুই দিন সন্ধ্যার পর ঘরে প্রদীপ জ্বালাবেন। এতে অশুভ শক্তি দূর হয় বলেই সারা রাত আলো জ্বালিয়ে রাখা হয়। পরের দিন দীপান্বিতা অমাবস্যায় অনেকে অলক্ষ্মী বিদায় করতে লক্ষ্মী পুজো করে থাকেন।
অন্য খবর দেখুন: