রথযাত্রা: প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হয় রথযাত্রা (Jagannath Mahaprabhu Rathyatra)। আর আষাঢ় শুক্লা একাদশী তিথিতে উল্টো রথ যাত্রা করে মাসির বাড়ি থেকে ফেরেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
তবে এই বছর আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষ কমে যাওয়ায় দিনক্ষণের কিছু পরিবর্তন হয়েছে। চলতি বছরে ৭ জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা (Rath Yatra 2024)। শাস্ত্র মতে এইদিন কিছু নিয়ম মেনে চললেই সারাবছর প্রভু জগন্নাথের কৃপা বর্ষণ হবে আপনার উপর ৷
আরও পড়ুন: রথযাত্রার দিন থেকেই ভাগ্য খুলবে ৫ রাশির জাতকের
জেনে নিন, রথের দিন কী কী নিয়ম মেনে চলা জরুরি?
- সকালে গঙ্গাস্নান করতে পারেন ৷
- রথযাত্রার দিন জগন্নাথ ব্রত করা প্রয়োজন ৷ এতে জীবনের সুখ-শান্তি বজায় থাকবে ৷ এছাড়াও বাড়িতেও নারায়ণ থাকলে তাঁর সামনেও এই ব্রত পালন করতে পারেন ৷
- রথের দড়ি ধরে টান মারা একটা পূণ্যের কাজ বলে মনে করা হয় ৷ এই রশিতে হাত ছুঁইয়ে রাখলে পূণ্যার্জন করা যায় ৷
- মনোস্কামনা পূরণের জন্য ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি, ১১টি এক টাকার কয়েন নিয়ে একটি হলুদ কাপড়ে রেখে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে পারেন ৷
- জগন্নাথ দেবের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন ৷ বাড়িতে জগন্নাথ দেবের মূর্তিতে সাদা ও হলুদ ফুল দিয়ে সাজালে উপকার পাবেন ৷
আরও খবর দেখুন