কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসের এবারের ভাবনা (International Yoga Day 2024 Theme) নারীশক্তির বিকাশের জন্য যোগাভ্যাস। অর্থাৎ নারীদের স্বাস্থ্য ও সুস্থতার অগ্রগতি। যোগব্যায়ামের মাধ্যমে যার অনেকটাই সম্ভব। মহিলাদের অনেকেই বর্তমানে নানারকম ক্রনিক রোগের শিকার। এছাড়াও, বয়স ৩০-র কোঠা পেরোলে বিভিন্ন রোগজ্বরজারির আশঙ্কাও বাড়তে থাকে। হাড়ের ক্ষয়, হরমোনের ভারসাম্য ঠিক না থাকার কারণে নানা শারীরিক সমস্যা, উচ্চ রক্তচাপ, ইনসোমনিয়া, সুগার ও আর্থ্রাইটিসের সমস্যা দেখা দিতে শুরু করে। এই সব বিষয়েরই কিছু না কিছু সমাধানসূত্র রয়েছে যোগব্যায়ামের মধ্যে। সেই বিষয়েই সচেতনতা প্রচার করতে এই বিশেষ থিমটির নির্বাচন।
Html code here! Replace this with any non empty text and that's it.