কলকাতা: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যেই কেনাকাটা মোটামুটি শেষ। ম্যাচিং করে সবকিছুই প্রায় কেনা হয়ে গেছে। পার্লারে যাওয়ার সময় একেবারেই হয়ে ওঠে না নেকের। কিন্তু পুজোর আগে ত্বক বা চুলের যত্ন না নিলে পুজোটাই মাটি হয়ে যায়। আপনার হাতে যদি পার্লারে যাওয়ার সময় না থাকে তাহলে বাড়িতেই করে নিতে পারেন হেয়ার স্পা।
মাসখানেক আগে থেকে যদি এই হেয়ার স্পা চুলে ব্যবহার করেন তাহলে আপনি পুজোর সময় পেয়ে যাবেন ফুরফুরে নরম চুল। সামান্য ২টি উপকরণ দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন এই স্পা ক্রিম। চুলের জেল্লা আনার জন্য চিনি বিশেষ গুরুত্বপূর্ণ। শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে যদি চুলে লাগাতে পারেন তাহলেই হয়ে যাবে কেল্লাফতে। এবার দেখুন শ্যাম্পু এবং চিনির মিশ্রণ আপনার চুল কি আর কী কী উপকার প্রদান করতে পারে?
১ যদি শ্যাম্পু এবং এক চামচ চিনির মিশ্রণ চুলে মাখতে পারেন তাহলে আপনার চুল হয়ে উঠবে ঝকঝকে এবং মসৃণ।
২) মাইল্ড শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে যদি লাগাতে পারেন তাহলে চুল মসৃন, আর্দ্র এবং কোমল হয়ে উঠবে।
৩) মজবুত ঘন চুলের জন্যও কিন্তু চিনির ওপরেই ভরসা করতে হবে আপনাকে। শ্যাম্পু এবং চিনি মিশিয়ে লাগালে চুলের গোড়া ঘন এবং মজবুত হয়।