কলকাতা: হিন্দুধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। তিনি ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। পার্বতী এবং সরস্বতীর সাথে তিনি ত্রিদেবীর একজন। তিনি বিষ্ণুর পত্নী।
মনে করা হয়, যেখানে মা লক্ষ্মী অবস্থান করেন সেই সংসারে কোনও কিছুরই, কোনও দিনই অভাব-অনটন থাকে না। প্রত্যেক মানুষই চায় তার ঘর যেন সুখ-সম্পদে পরিপূর্ণ হয়ে থাকে। কিন্তু যদি সেই সংসারে মা লক্ষ্মী অধিষ্ঠান না করেন, তবে হাজার চেষ্টা করেও সাফল্য লাভ করা যায় না।
আরও পড়ুন: Daily Bengali Horoscopes | Ajker Rashifal | আজকের রাশিফল | ৬ জুলাই, ২০২৩
কী করে বুঝবেন মা লক্ষ্মী আপনার ঘরে আছেন?
- আপনার ঘরে বা বাগানে কোনও পাখি বাসা বাঁধলে মনে করা হয় মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার বাড়িতে। তবে এই বাসা ভেঙে দিলে বা গাছ কেটে দিলে অশুভ ফল পেতে পারেন।
- মেঝের কোণা থেকে যদি সারি সারি কালো পিঁপড়ে উঠে আসতে দেখলে, বুঝবেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
- বাড়িতে একই জায়গায় একসঙ্গে তিনটে টিকটিকি দেখাটাও কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। কিন্তু তুলসী গাছের আশপাশে অনেকগুলো টিকটিকি থাকা মোটেও শুভ নয়।
- এদিকে আরও একটি বিষয়, আপনার ডান হাতের তালু চুলকোলে মনে করা হয় অর্থাগম হতে চলেছে।
- স্বপ্নে যদি ঝাঁটা, পেঁচা, কলসী, বাঁশি, হাতি, শাঁখ, টিকটিকি, তারা, সাপ বা গোলাপ ফুল দেখেন, তাহলে বুঝবেন মা লক্ষ্মীর দয়ায় শিগগিরই প্রচুর অর্থলাভ