skip to content
Wednesday, December 4, 2024
HomeScrollবর্ষায় চোখ ও পেটের সমস্যা এড়াতে কী করবেন
Monsoon Illness

বর্ষায় চোখ ও পেটের সমস্যা এড়াতে কী করবেন

বর্ষারানী যেমন গরম থেকে স্বস্তি দেয়, তেমন বয়ে নিয়ে আসে নানান জীবাণুঘটিত রোগ

Follow Us :

কলকাতা: গ্রীষ্ম পেরিয়ে বর্ষার (Monsoon) আগমন ঘটেছে। বর্ষারানী যেমন গরম থেকে স্বস্তি দেয়, তেমন বয়ে নিয়ে আসে নানান জীবাণুঘটিত রোগ। পেটের সমস্যা তো বটেই, এমনকী বর্ষার ক্ষতিগ্রস্ত হতে পারে চোখও। আর সেই কারণেই প্রয়োজন চোখের যত্ন নেওয়া। এ ব্যাপারে সুপরামর্শ দিচ্ছেন দিশা আই হাসপাতালের (Disha Eye Hospital) নামী চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আদিত্য প্রধান।

ডাঃ প্রধান জানাচ্ছেন, বর্ষার মরসুমে চোখে সাধারণত তিন ধরনের রোগ হতে পারে। ১) কনজাংটিভাইটিস, ২) কর্নিয়া আলসার এবং ৩) অ্যালার্জি।

কনজাংটিভাইটিস এদেশে পরিচিত সমস্যা। এতে কনজাংটিভা ফুলে ওঠে এবং চোখ লাল হয়ে যায়। এই রোগ সংক্রামকও, অর্থাৎ একজনের থেকে অন্যজনে ছড়ায়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এবং অবশ্যই কন্ট্যাক্ট লেন্স পরা বন্ধ করতে হবে।

আরও পড়ুন: রথের দিন অবশ্যই করুন এই কাজগুলি, মঙ্গল হবে

কর্নিয়া আলসার হল চোখের কর্নিয়ায় একপ্রকার সংক্রমণ। যাঁরা কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন কিংবা বাগান ও কৃষিকাজ করেন, তাঁদের ক্ষেত্রে এই রোগের প্রবণতা বেশি। সময়মতো চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ না নিলে বিপদ দেখা দিতে পারে। এক্ষেত্রেও কন্ট্যাক্ট লেন্স পরা বন্ধ করতে হবে।

ধুলোবালি, কসমেটিক্স, এবং আবহাওয়ার পরিবর্তনের জেরে অ্যালার্জি হয়ে থাকে। সানগ্লাস পরলে ধুলোবালি থেকে রক্ষা মিলবে। দোকান থেকে সরাসরি স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক-স্টেরয়েড আই-ড্রপ নেওয়া খুবই বিপজ্জনক। চক্ষু বিশেষজ্ঞের কাছে অবশ্যই পরামর্শ নিতে হবে।

চোখের পাশাপাশি পেটের সমস্যাও বর্ষায় হয়ে থাকে। কলেরা, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি এদেশে বহুদিনের রোগ।

কী কী সাবধানতা অবলম্বন করবেন:

১. ফুটানো ঠান্ডা বা ফিল্টার করা বোতলজাত জল পান করুন।

২. কাঁচা সবজি এড়িয়ে চলুন – ভাজা বা সিদ্ধ সবজি খান।

৩. রাস্তার ফল বিক্রেতাদের কাছ থেকে ফল কেনা এড়িয়ে চলুন।

৪ প্রোবায়োটিক খাদ্য গ্রহণ করুন।

৫. যথেষ্ট জল খান এবং হাত পরিষ্কার রাখুন এবং বাড়িতে রান্না খাবার খান।

৬. সর্বদা ঢাকা রাখুন, এমনকী ঘরেও।

৭. টাটকা রান্না খাবার খান।

৮. ফুটোনো ঠান্ডা জলে সবজি ভালো করে ধুয়ে নিন।

৯. ঘরে রান্না খাবার সর্বদা ঢাকা রাখুন।

১০. বাচ্চাদের বাইরে থেকে আসার পর হাত ও পা ধুতে বলুন।

১১. বাচ্চাদের চলাফেরার সময় রেলিং ও অন্যান্য উন্মুক্ত জায়গা স্পর্শ করতে বারণ করুন, কারণ কখনও কখনও কিছু মানুষ অজান্তেই রোগের বাহক হয়ে যায় এবং অন্যদের ক্ষতি করতে পারে।

১২. বাচ্চাদের দূষিত জলে সাঁতার কাটতে বারণ করুন।

১৩. পশু স্পর্শ করতে বারণ করুন এবং যদি স্পর্শ করে থাকেন তাহলে হাত ভালো করে ধোয়ার জন্য বলুন।

১৪. খাদ্য পরিবেশক রোগের বাহক কি না যাচাই করুন।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | Suvendu Adhikari | বাংলাদেশ নিয়ে বিরাট দাবি মমতার কতটা চাপে শুভেন্দু
00:00
Video thumbnail
Nitin Gadkari | মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের আগে এ কি বললেন নীতীন গড়করি?
00:00
Video thumbnail
Iman Chakraborty | OSCARS | অস্কার দৌড়ে ইমনের গান 'ইতি মা '
00:00
Video thumbnail
Akhilesh Yadav | মুসলমানদের জন্য সংসদে গর্জে উঠলেন অখিলেশ যাদব
00:00
Video thumbnail
Bangladesh | বাংলাদেশ নিয়ে বিরাট সিদ্ধান্ত ভারতের কী কী পদক্ষেপ? দেখুন স্পেশাল রিপোর্ট
00:00
Video thumbnail
Bangladesh | কোণঠাসা বাংলাদেশ, ভারত ছাড়া অন্যান্য দেশ কী করবে?
00:00
Video thumbnail
Good Morning Kolkata | এক নজরে দেখে নিন আজ সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি
21:27
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ফের দলের হাল ধরলেন মমতা পাখির চোখ ২০২৬
10:50:38
Video thumbnail
Bangladesh | বাংলাদেশ নিয়ে বিরাট দাবি মমতার কতটা চাপে শুভেন্দু? দেখে নিন বিশেষ প্রতিবেদন
10:56:26
Video thumbnail
Nitin Gadkari | মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের আগে এ কি বললেন নীতীন গড়করি?
11:30:44