বর্ধমান: আন্তরিকতা ও আভিজাত্যে উজ্জ্বল বনেদি বাড়ির জগদ্ধাত্রী। পূর্ব বর্ধমানের মৌগ্রামের ঘোষ পরিবারের জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Pujo Ghoshs House) এবার ১০৯ বছরে পদাপর্ণ করলো। এই গ্রামের একটি বড় অংশে ঘোষ পরিবারের বাস। পূর্বপুরুষদের ঐতিহ্য মেনে নবমীর দিন হয় জগদ্ধাত্রী পুজো। দুর্গা, কোজাগরী লক্ষ্মী, কালি পুজো, কার্তিক লড়াইয়ের পর এবার বাঙালি মেতেছে জগদ্ধাত্রী পুজায়। উৎসবের আমেজে গ্রামের মানুষ।
আরও পড়ুন: কোলাঘাটে গুলিতে ঝাঁঝরা স্বর্ণ ব্যবসায়ী, লুট টাকা সহ গয়না
পূর্বপুরুষদের ঐতিহ্য মেনে নবমীর দিন হয় জগদ্ধাত্রী পুজো। কর্মসূত্রে পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এই পুজোর সময় গ্রামের বাড়িতে সকলে মিলিত হন। তবে এবারে এই পুজোকে কেন্দ্র করে সকলে উপস্থিত হয়েছেন ঘোষ বাড়িতে। উত্সাহের সঙ্গে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। পুজোর উপাচারে থাকে বিভিন্ন ফল। রাতে লুচি ও নানা রকম ভাজা ভোগ হিসেবে নিবেদন করা হয়। মায়ের ভোগ পরিবারের সদস্য ও দর্শনার্থীদের দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের আগে বাড়ির মহিলারা বরণ ও সিঁদুরখেলায় মেতে ওঠেন। পুরুষ মহিলারা বিসর্জনেও অংশ নেন বাড়ির।
আরও অন্য খবর দেখুন