কলকাতা: বাঙালি এবং বাঙালিয়ানা নিয়ে এ যাবত কত শব্দ খরচ হয়েছে, কলমের কত কালি নিঃশেষ হয়েছে তার ইয়ত্তা নেই। আমাদের ভাষা, সংস্কৃতি, সাহিত্য, খাদ্য, উৎসব, অভ্যাস, এমনকী বদভ্যাস, এই সব নিয়েই আমরা পরিপূর্ণ বাঙালি। এর মধ্যে নিহিত আছে বহু মজার ‘এলিমেন্ট’ যা বাংলার মধ্যে আমরা খেয়াল করি না। কিন্তু একজন প্রবাসী বাঙালির চোখে তা দারুণভাবে ধরা পড়েছে। মুম্বই প্রবাসী রাজীব বন্দ্যোপাধ্যায় তা নিয়েই লিখে ফেলেছেন গোটা একটা বই। বঙ্গজীবনের নানান মজার আঙ্গিক সম্বলিত এই বইয়ের নাম ‘বাঙালিয়ানা’।
কী নেই এই বইয়ে, অনলাইন ডেলিভারি ফুডের যুগেও বাঙালির মাছের কানকো টিপে দরাদরি করে বাজার করা, কেউ মাছ না খেলে বিস্ময়ে হতবাক হয়ে যাওয়া, বাঙালিদের আজব আজব ডাকনাম, জামাইষষ্ঠীতে জামাইকে ভূরিভোজ খাওয়ানো, বলে শেষ করা যাবে না।
বইয়ের প্রত্যেকটি পরিচ্ছেদের নামও মজার। প্রথম পরিচ্ছেদের নাম ‘ডাকনাম’, দ্বিতীয় পরিচ্ছেদের নাম ‘তুমি মাছ খাও না?’ বোঝাই যাচ্ছে বাঙালি মননের কতটা গভীরে যেতে চেয়েছেন লেখক। এরপর আছে আর এক মজার সাবজেক্ট, বাঙালির দল বেঁধে ঘুরতে যাওয়া। লেখক তুলে ধরেছেন, প্রতিটি ট্যুর পার্টিতে একজন ‘সবজান্তা’ থাকবেনই, যিনি দলের নেতা হয়ে উঠবেন। যেখানে ঘুরতে যাওয়া তার ইতিহাস-ভূগোল তাঁর নখদর্পণে। তারপর আছে বঙ্গজীবনের সব যন্ত্রণার উপশমকারী বোরোলিন এবং লাল ওষুধের কথা। লেখক অবশ্য জানিয়েছেন, তিনি কোনওদিন লাল ওষুধ ব্যবহার করেননি, এমনকী তিনি মাছও খান না।