Placeholder canvas
Homeলাইফস্টাইলজ্বালানির দামে বড় বদল, জানুন কলকাতায় কত পেট্রল- ডিজেল?

জ্বালানির দামে বড় বদল, জানুন কলকাতায় কত পেট্রল- ডিজেল?

অনেক শহরে এদিন পেট্রল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে

কলকাতা: দেশের একাধিক শহরে পেট্রল (Petrol) এবং ডিজেলের (Diesel) দামে বড় পরিবর্তন হয়েছে। আবার অনেক শহরে এদিন পেট্রল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। জানিয়ে রাখি, রাজ্যগুলিতে পেট্রল ও ডিজেলের উপর চাপানো করের হার আলাদা হয়। যার জন্য বিভিন্ন রাজ্যে পেট্রল এবং ডিজেলের দাম আলাদা হয়। জেনে নিন আজ পেট্রল এবং ডিজেলের দামে কি কোনও পরিবর্তন হয়েছে? নাকি একই রয়েছে জ্বলানির মূল্য!

আজ কলকাতায় জ্বালানির দাম-
প্রতি লিটার পেট্রলের দাম ১০৬.০৩ টাকা।
প্রতি লিটার ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।

দিল্লীতে জ্বালানির দাম-
প্রতি লিটার পেট্রলের দাম ৯৬.৭২ টাকা।
প্রতি লিটার ডিজেলের দাম ৮৯.৬২ টাকা।

আরও পড়ুন: একাধিক শহরে কমেছে জ্বালানির দাম, জানুন কলকাতায় কত?

মুম্বইয়ে জ্বালানির দাম-
প্রতি লিটার পেট্রলের দাম ১০৬.৩১ টাকা।
প্রতি লিটার ডিজেলের দাম ৯৪.২৭ টাকা।

চেন্নাইয়ে জ্বালানির দাম-
প্রতি লিটার পেট্রলের দাম ১০২.৬৩ টাকা।
প্রতি লিটার ডিজেলের দাম ৯৪.২৪ টাকা।

বেঙ্গালুরুতে জ্বালানির দাম-
প্রতি লিটার পেট্রলের দাম ১০১.৯৪ টাকা।
প্রতি লিটার ডিজেলের দাম ৮৭.৮৯ টাকা।

দেখুন আরও অন্য খবর:

Colour Bar | রশ্মিকা মন্দানার পর এবার ভাইরাল ক্লিপ ক্যাটরিনা কাইফের, তোলপাড় বলিউড

RELATED ARTICLES

Most Popular

Recent Comments