কথায় বলে বাঙালি ভ্রমণপিপাসু। ঘোরার জন্য বাঙালি সবসময় এক পায়ে রাজি। কিন্তু চাইলেই তো আর বেড়াতে যাওয়া যায় না। বেড়াতে গেলে কমবেশি ঝক্কিও পোহাতে হয়। ডেস্টিনেশন বেছে নেওয়া সহজ হলেও টিকিট, হোটেল বুকিং, ট্রান্সপোর্টের ব্যবস্থা—সব প্ল্যান করে তারপর বাড়ির বাইরে পা রাখতে হয়। তবে, সিকিমে ভয়াবহ বন্যা পরিস্থিতির পর এখন অনেকেই উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছেন। তবে চিন্তা নেই! ভ্রমণপ্রেমীদের জন্য একটি অফবিট পাহাড়ি গ্রামের (Offbeat Location) হদিশ নিয়ে এসেছি। উত্তরবঙ্গের বদলে ঘুরে আসতে পারেন জাম্পুই হিলস(Jampui Hills)। কলকাতার খুব কাছেই রয়েছে এই জায়গা।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত জাম্পুই হিলস। এখানে পৌঁছাতে গেলে আপনার উত্তরবঙ্গে যাওয়ার কোন প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের পাশে ত্রিপুরা রাজ্যতেই রয়েছে এই জায়গা। এই জায়গাকে ত্রিপুরার সর্বোচ্চ হিলস্টেশন বলা হয়। এখানে একদিকে দেখতে পাবেন মিজোরাম আবার বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ও এখান থেকে দেখা যায়। আশেপাশের গ্রামগুলোর সৌন্দর্য চোখে পড়ার মত।
আরও পড়ুন: সোলো ট্রিপে যাবেন? মহিলাদের জন্য আদর্শ এই ৩ জায়গা
এখানে অনেকগুলি থাকার জায়গা রয়েছে। এছাড়া সরকারি গেস্টহাউসও রয়েছে। এখানে ভাংমুন বলে একটি জায়গা রয়েছে। যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অসাধারণ দেখতে লাগে। এই জায়গার আরেকটি অন্যতম আকর্ষণ হল কমলালেবু। দার্জিলিং এর মত এখানেও অক্টোবর থেকে ডিসেম্বর মাসে প্রচুর কমলালেবু পাওয়া যায়। নভেম্বর মাসে এখানে কমলালেবুর উৎসব হয়, যেখানে নানা রকমের কমলালেবু দেখার পাশাপাশি স্থানীয় এলাকার মানুষেরা নাচ গানের আসর করে। এখানে জম্পুই নামক একটি পাহাড় রয়েছে। যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। তাই দেরি না করে, ঘুরে আসুন জাম্পুই হিলস।
দেখুন আরও অন্য খবর: