নয়াদিল্লি: দিল্লিতে ১০৭ জাল আইনজীবীর নাম ছাঁটাই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার। শুধুই জাল নয়, আইন পেশায় থাকার মানদণ্ড যাঁরা মেনে চলছেন না, তাঁদের আইনজীবী হিসেবে কাজ করার অধিকার ছাঁটাই করল বিসিআই।
এই পরিসংখ্যান ২০১৯ থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত। আপাতত দিল্লির পরিসংখ্যান সামনে এসেছে। কিন্তু এই প্রক্রিয়া সারা দেশেই চলছে। যা নিয়ে আইনজীবী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এমনকী এ নিয়ে মামলাও হয়েছিল। যদিও বিভিন্ন স্তরের আদালতেই মাঝেমধ্যেই ভুয়ো আইনজীবীর অস্তিত্বের অভিযোগ শুনতে পাওয়া যায়।
আরও পড়ুন: মহারাষ্ট্রে সরকার বাঁচাতে পারবে শাসক এনডিএ?