কলকাতা: নিরাপত্তা বাহিনীর অভিযানে বুধবার গঢ়ছিরৌলি জেলায় মহারাষ্ট্র পুলিশের মাওবাদী দমন বাহিনী সি-৬০ কমান্ডোদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। মাওবাদী গেরিলাদের পাল্টা গুলিতে গুরুতর জখম হয়েছেন দুই কমান্ডো। তাঁদের নাগপুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মহারাষ্ট্র পুলিশের দাবি, নিহতেরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র সহযোগী পেরিমিলি এবং টিপাগড় দলমের সক্রিয় সদস্য। গঢ়ছিরৌলি জেলার পুলিশ সুপার নীলোৎপল জানিয়েছেন, এদিন প্রায় ছ’ঘন্টা কমান্ডোদের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ চলে। ইতিমধ্যে নিহত মাওবাদীদের দেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবীশ জখন কমান্ডোদের জন্য ৫১ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।