কলকাতা: বাংলার চার কেন্দ্র ছাড়া দেশের আরও ছটি রাজ্যের নটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হয়েছে। শনিবার সকাল থেকে সেই কেন্দ্রগুলিতেও শুরু হয়েছে গণনা। তালিকায় রয়েছে বিহারের একটি কেন্দ্র, হিমাচল প্রদেশের তিনটি কেন্দ্র, উত্তরাখণ্ডের দুটি কেন্দ্র এবং মধ্যপ্রদেশ, পঞ্জাব এবং তামিলনাড়ুর একটি করে কেন্দ্র। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণনার শুরুতে বিহারের রুপাউলিতে জনতা দল, হিমাচল প্রদেশের দেহরায় কংগ্রেস, হামিরপুরে কংগ্রেস, নালাগড়ে কংগ্রেস, পঞ্জাবের জলন্ধর পশ্চিমে আম আদমি পার্টি, উত্তরাখণ্ডের মঙ্গলাপুর এবং বদ্রীনাথে কংগ্রেস, মধ্যপ্রদেশের অমরওয়ারায় বিজেপি এগিয়ে রয়েছে। তামিলনাড়ুর ভিকরাভাণ্ডিতে এগিয়ে ডিএমকে।
সদ্য লোক সভা ভোট শেষ হয়েছে। সেই রেষ কাটতে না কাটতেই রাজ্যে চার বিধানসভা ছাড়াও ছটি রাজ্যের নটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের গণনা চলছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে বুধবার। আজ অর্থাৎ শনিবার ফল ঘোষণা। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে উপনির্বাচন হয়েছে বিধায়কেরা দলবদল করায়। এই তিন কেন্দ্রে ২০২১ সালে বিজেপি জিতেছিল। মানিকতলায় জিতেছিল তৃণমূল। বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হওয়ায় সেখানে আবার ভোট হয়েছে।
আরও পড়ুন: শুরুতেই এগিয়ে তৃণমূল, চমকে দিচ্ছে ভোটের ফল!
দেখুন আরও অন্যান্য় খবর: