মুম্বই: বর্ষা ছেড়ে সপরিবারে মাতোশ্রী চলে যাব৷ বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, দলের একজনেরও আপত্তি থাকলে তিনি মুখ্যমন্ত্রীর পদ আকড়ে পড়ে থাকবেন না৷ ইস্তফা দিয়ে দেবেন৷ এমনকি সরকারি বাসভবন ছেড়ে মাতোশ্রীতে চলে যাবেন৷ সেই ঘোষণা যে স্রেফ মুখের কথা নয় তা বুঝিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷ রাতে সরকারি বাসভবন বর্ষা ছেড়ে মাতোশ্রীতে যাওয়ার প্রস্তুতি করে দেয় মুখ্যমন্ত্রীর পরিবার৷ নিরাপত্তারক্ষীদের বাড়ির ভেতর থেকে ব্যাগপত্তর বের করে বাইরে নিয়ে আসতে দেখা যায়৷ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে শিবসেনা সমর্থকদের থিকথিকে ভিড়৷ উদ্ধবের সমর্থনে স্লোগান দিতে থাকেন তাঁরা৷
মহা বিকাশ অগাড়ি সরকারে শিবসেনার ৪৪ জন বিধায়ক রয়েছে৷ তাদের মধ্যে ৩০ জনকে নিয়ে এই মুহূর্তে গুয়াহাটিতে রয়েছেন একনাথ শিন্ডে৷ ফলে সংকট তৈরি হয়েছে মহারাষ্ট্রে৷ যখন তখন সরকার পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ তারপরই এদিন বিকাল পাঁচটায় দলের সব বিধায়কের সঙ্গে বৈঠকে বসার ডাক দেন উদ্ধব৷ পরে ফেসবুক লাইভে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি একজন বিধায়কও আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে না চান তাহলে এই মুহূর্তে জিনিসপত্র নিয়ে আমি বর্ষা বাংলো (মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন) ছেড়ে মাতোশ্রীতে চলে যাব৷ আপনারা চাইলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে তৈরি৷ একজনও কারও আপত্তি থাকলে সরে যাব৷ এটা আমার কাছে খুবই লজ্জাজনক হবে যদিও একজনও কেউ আমার বিরুদ্ধে চলে যায়৷’
Maharashtra Minister Aaditya Thackeray along with his mother Rashmi Thackeray and brother Tejas Thackeray follow Maharashtra CM Uddhav Thackeray as he leaves from his official residence in Mumbai. pic.twitter.com/fOfq9bZN1n
— ANI (@ANI) June 22, 2022