Placeholder canvas

Placeholder canvas
HomeদেশShiv Sena Surat Hotel: সুরাতের হোটেলে শিন্ডে বাহিনীর বিল এখনও বকেয়া

Shiv Sena Surat Hotel: সুরাতের হোটেলে শিন্ডে বাহিনীর বিল এখনও বকেয়া

Follow Us :

গান্ধীনগর: উদ্ধব ঠাকরে সরকারকে বিপাকে ফেলে মহারাষ্ট্রের বাইরে সাতদিন পাঁচতারা হোটেলে দিব্যি কাটিয়ে দিলেন একনাথ শিন্ডে ও তাঁর অনুগামী বিধায়করা৷ গত সপ্তাহে বুধবার ভোরবেলা গুয়াহাটি পৌঁছনোর আগে শিন্ডে বাহিনী প্রথম দু’দিন সুরাতের হোটেলে ছিলেন৷ শোনা যাচ্ছে, সেই হোটেলের বিল এখনও বকেয়া৷ সূত্রের খবর, ঘর ভাড়া ছাড়াও বিধায়কদের সুরাপানের বিলও নাকি মেটানো হয়নি৷ গুজরাতে এমনিতেই মদ্যপান নিষিদ্ধ৷ সূত্রের দাবি, মদের আকাল তৈরি হওয়ায় বিধায়কদের গুয়াহাটি পাঠিয়ে দেওয়া হয়৷ যদিও এব্যাপারে হোটেল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে৷ শিন্ডে শিবিরের তরফেও কিছু জানানো হয়নি৷

প্রথমে সুরাত ও পরে চার্টার্ড বিমানে গুয়াহাটি পৌঁছনোর পর সেখানকার হোটেলেও শিন্ডে বাহিনীর থাকা-খাওয়ার খরচের জোগান নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা৷ গুয়াহাটির ওই হোটেলে তাঁদের জন্য প্রথমে ৭০টি ঘর নাকি বুক করা হয়েছিল৷ তার অর্ধেক ঘর বুক করা ছিল সুরাতের হোটেলে৷ সূত্রের খবর, সুরাতে সিঙ্গল ও ডাবল মিলিয়ে শিবসেনার বিধায়কদের জন্য ৩৫টি ঘরের বুকিং ছিল৷ সিঙ্গল রুমগুলির বুকিং ছিল ‘মিস্টার এ’ নামে৷ আবার ডাবল রুমগুলির বুকিং ছিল ‘মিস্টার অ্যান্ড মিসেস এ অ্যান্ড বি’ নামে৷ কোনও নথি ছাড়াই ঘরগুলি বুক করা হয়েছিল৷

বারবার যে প্রশ্নটা উঠছে সেটা হল ঘরগুলি বুক কে করল? সূত্রের দাবি, গুজরাত সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক হোটেলের এক শীর্ষকর্তাকে ফোন করে রুম বুক করতে বলেন৷ বিধায়করা হোটেলে পৌঁছনোর পর চেক-ইন এবং চেক-আউটের সময় কোনও পেপারওয়ার্ক করা হয়নি৷ হোটেলের সাধারণ কর্মচারীদের বিধায়কদের ধারেকাছে ঘেঁষার অনুমতি ছিল না৷ হোটেলের বাছাই করা কয়েকজন শীর্ষকর্তা ওই বিদ্রোহী বিধায়কদের আপ্যায়নের দিকে নজর রাখতেন৷

আরও পড়ুন: Global Food Crisis: ‘অন্নদাতা’ মোদির গম রফতানি বন্ধে বিশ্বে খাদ্যের আকাল, ধুঁকছে বহু দেশ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments