মুম্বই: ফের পতন শেয়ার বাজারে (Stock market)। চলতি সপ্তাহে প্রথম দিনে মাঝারি পতনের পর ফের মঙ্গলবার সামান্য পতন বাজারে। এদিন সেনসেক্সের (Sensex) পতন হয়েছে ২২০.৮৬ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬০ হাজার ২৮৬.০৪ পয়েন্টে। এদিন নিফটির (Nifty) পতন হয়েছে ৪৩.১০ পয়েন্ট বা ০.২৪ শতাংশ। দিনের শেষে নিফটি-ফিফটি হয়েছে ১৭ হাজার ৭২১.৫০ পয়েন্ট। এদিন নিফটি-ফিফটির (Nifty-Fifty) ৫০টি কোম্পানির মধ্যে ১৯টিতে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে ৩১টি কোম্পানি। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই (NSE) অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ৮১৬টি বৃদ্ধির মুখ দেখেছে। একইসঙ্গে কমেছে ১২৩৫টি কোম্পানির শেয়ার দর।
আদানি গ্রুপের (Adani Groups) কয়েকটি কোম্পানির ঋণ আগেই পরিশোধ করা হবে, এই খবরে এই গ্রুপের শেয়ারে মিশ্র গতিপ্রকৃতি লক্ষ করা যায়। এদিন আদানি এন্টারপ্রাইজ শেয়ারমূল্য উঠেছে ১৪.৬৪ শতাংশ। কিছুটা বেড়েছে আদানি পোর্ট, এসিসি সিমেন্ট, অম্বুজা সিমেন্ট প্রভৃতি কোম্পানির শেয়ার দর। তবে অন্য কোম্পানিগুলির শেয়ার পতন অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:Kantara Prequel: ১৬ কোটির ছবি আয় করেছে ৪০০ কোটি, তৈরি হচ্ছে প্রিক্যুয়েল
হিন্ডেনবার্গের রিপোর্টের পর আদানি গোষ্ঠীর শেয়ার দর কমেই চলেছে। একইসঙ্গে ভারতীয় শেয়ার বাজারের মুখ থুবড়ে পড়েছে। সেই ধারাই বজায় রয়েছে শেয়ার মার্কেটে। এদিনও দালাল স্ট্রিটের ছবি একই ধরা পড়েছে। বাজারের এই পরিস্তিতিতে বিনিয়োগকারীদের মাথায় হাত।
শেয়ার করুন