নয়াদিল্লি: গত চার মাসের মধ্যে প্রথম বার দেশে শনিবার দৈনিক সংক্রমণ ৮০০ ছাড়াল। আজ নতুন করে ৮৪১ জন কোভিড (Covid) আক্রান্ত হওয়ার পর দেশে সক্রিয় করোনা রোগীর (Covid-19 Patients) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৮৯। কেরল (Kerala),মহারাষ্ট্র (Maharashtra), কর্নাটক (Karnataka) এবং গুজরাতে (Gujarat) আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
দেশে করোনা পরিস্থিতির উপর রাশ টানতে কেন্দ্র ইতিমধ্যেই ছয় রাজ্যে চিঠি পাঠিয়েছে। মহারাষ্ট্র, গুজরাট, তেলঙ্গনা, তামিলনাড়ু, কেরল এবং কর্নাটক এই ছয়টি রাজ্যে করোনার সংক্রমণের হার ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য সচিবের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কিছু রাজ্য করোনা সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ প্রতিরোধ করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এখনও পর্যন্ত যা লাভ হয়েছে তা নজরে রেখেই এই ব্যবস্থা অবলম্বন করতে হবে বলেও জানানো হয়েছে চিঠিতে। পাশাপাশি রাজ্যগুলিকে সংক্রমণ ঠেকাতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনও পরিস্থিতিতে ভাইরাসের বিস্তারকে রোধ করতে আগে থেকে পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন : Cold Storage | সম্ভলে হিমঘরের ছাদ ধসে নিহত ১৪, দুই মালিক গ্রেফতার উত্তরাখণ্ড থেকে
অ্যাডিনোভাইরাসের আতঙ্কে চাপা পড়ে গিয়েছিল করোনা, সম্প্রতি সব রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় পৌঁছে গিয়েছিল। মানুষ করোনা নিয়ে আর ভাবছিলই না। তবে কয়েকদিন ধরে করোনা আবার সংবাদ শিরোনামে আসতে শুরু করেছে। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৮০০ অতিক্রম হওয়ার খবর নিঃসন্দেহে উদ্বেগে জনক।
শেয়ার করুন