1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
সৃষ্টিশীলতার নামে গালাগাল দেওয়া গ্রহণযোগ্য নয়
Anurag Thakur OTT | ওটিটি প্ল্যাটফর্মে ‘অশ্লীলতা’! আইন বদলের হুঁশিয়ারি ক্ষুব্ধ অনুরাগ ঠাকুরের 
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  কৃশানু ঘোষ
  • Update Time : 20-03-2023, 3:22 pm

নয়াদিল্লি: ২০২০ সালের জানুয়ারি মাসে রাজনৈতিক প্রচারে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) স্লোগান দিয়েছিলেন, ‘দেশ কি গদ্দারো কো, গোলি মারো সালো কো।’ প্রকাশ্যে গুলি চালানোর নিদান দেওয়া এই মন্ত্রীই এবার ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) অশ্লীল ভাষা এবং দৃশ্য নিয়ে খড়্গহস্ত হলেন। তিনি বলছেন, সৃজনশীলতার (Creativity) নামে অশ্লীলতা এবং কুরুচিকর শব্দ প্রয়োগ চলবে না। এই নিয়ে প্রয়োজন পড়লে নতুন আইন আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

সাংবাদিক সম্মেলনে অনুরাগ জানান, ওটিটি প্ল্যাটফর্মে অশ্লীলতা নিয়ে প্রচুর অভিযোগ এসেছে এবং এ নিয়ে গুরুতর অবস্থান নিয়েছে কেন্দ্র। অশ্লীল দৃশ্য এবং কুরুচিকর শব্দের ব্যবহারের এই ধারা বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ নিতে দ্বিধা করবে না তারা। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই প্ল্যাটফর্মকে স্বাধীনতা দেওয়া হয়েছিল সৃজনশীলতার জন্য, অশ্লীলতার জন্য নয়। যদি কেউ সীমা অতিক্রম করে, তখন সৃষ্টিশীলতার নামে গালাগাল দেওয়া গ্রহণযোগ্য নয়।  

আরও পড়ুন: ISRO | Young Scientist Registration | তরুণ বৈজ্ঞানিক নিচ্ছে ইসরো, আবেদন করুন ‘ইসরো যুবিকা’তে 

অনুরাগ ঠাকুর আরও বলেন, যদি কোনও আইন বদলের প্রয়োজন পড়ে, তাহলে তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Information and Broadcast Ministry) কোনও দ্বিধা করবে না। অশ্লীলতা এবং কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার বন্ধ করতে কড়া পদক্ষেপ করবে। 

এর আগে সৃষ্টিশীলতার ক্ষেত্রে স্বাধিকারের (Autonomy) পক্ষে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। গত ১৫ জানুয়ারি আরএসএস-এর (RSS) সাপ্তাহিক মুখপত্র পাঞ্চজন্যের ৭৫তম বার্ষিকীতে অনুরাগ ঠাকুর বলেছিলেন, সৃষ্টিশীলতায় লাগাম পরানো উচিত নয়, এর নিজের অধিকার থাকা উচিত। কিন্তু অধিকার এতটাও নয় যে যা খুশি দেখানো যাবে। আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি যা আজ পর্যন্ত ঠিকমতোই কাজ করছে।   

রবিবার অনুরাগ এও জানিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার জন্য তিন পর্যায়ের মেকানিজম রয়েছে। নিয়মানুযায়ী, কন্টেন্ট নিয়ে প্রযোজকদের প্রথমে ব্যবস্থা নিতে হবে এবং তারপর তাঁরা তাঁদের অ্যাসোসিয়েশনে যেতে পারেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকে যখন কোনও অভিযোগ জমা পড়ে, নিয়মানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়। প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্মে সরকারি নজরদারি নিয়ে বহু প্রযোজক, পরিচালক, অভিনেতা অসন্তোষ প্রকাশ করেছিলেন।    

Tags : Anurag Thakur I&B Ministry OTT Platform অনুরাগ ঠাকুর ওটিটি প্ল্যাটফর্ম তথ্য ও সম্প্রচার মন্ত্রক

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User
ATANKOBADIBJP-R-MUKHE-GUMOOT
2 months ago

BHAROTIYO HIZRA PARTY R CHOR CHODA THAKUER DHON POD FATIYE DEYA HOK.

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.