1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
বাজার বন্ধের সময় নিফটি হয়েছে ১৬ হাজার ৯৮৮.৪০ পয়েন্ট
Share Market | পতন অব্যাহত শেয়ার বাজারে, সোমবার সেনসেক্সের সূচক দাঁড়িয়েছে ৫৭ হাজারে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  রাতুল বন্দ্যোপাধ্যায়
  • Update Time : 20-03-2023, 5:12 pm

মুম্বই: সপ্তাহের প্রথম দিনেই পতন শেয়ার বাজারে (Share Market)। সোমবারের মাঝারি পতনে সেনসেক্স (Sensex) নামল সাড়ে ৫৭ হাজারের কাছাকাছি। নিফটি (Nifty Fifty) নেমেছে ১৭ হাজারের নীচে। এর জেরে চিন্তার ভাঁজ বিনিয়োগকারীদের কপালে। সোমবার সেনসেক্স (Sensex) পড়েছে ৩৬০.৯৫ পয়েন্ট বা ০.৬২ শতাংশ। দিনের শেষে এই সূচক দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬২৮.৯৫ পয়েন্টে। এদিন নিফটির পতন হয়েছে ১১১.৬৫ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ। বাজার বন্ধের সময় নিফটি হয়েছে ১৬ হাজার ৯৮৮.৪০ পয়েন্ট। 

নিফটির ৫০টি কোম্পানির মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৩টি কোম্পানি। শেয়ার মূল্য কমেছে ৩৭টি কোম্পানির। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই (NSE) অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ৪৭১টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ১৫৮৭টি কোম্পানির শেয়ার দর (Share Rate)। আদানি গ্রুপের (Adani Groups) একটি শেয়ার বাদে অন্য সব কোম্পানির শেয়ার মূল্য অনেকটা পরিমাণে পড়েছে। দুটি মার্কিন ব্যাঙ্কে তালা ঝোলার পর ক্রেডিট স্যুইসের ভবিষ্যৎ নিয়ে শঙ্কাদুনিয়া জুড়ে মন্দার আশঙ্কার ছায়া দীর্ঘতর হচ্ছে। ফলে বিনিয়োগকারীদের কাছে অনেকটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন: Delhi Excise Policy Case | সিসোদিয়ার ফের ১৪ দিন জেল, ইডি দফতরে হাজিরা কেসিআর-কন্যার

মঙ্গলবারও আদানি ধস অব্যাহত। আদানি গ্রুপের (Adani Groups) প্রায় সবকটি কোম্পানি এদিন পতনের মুখ দেখেছে। ফোর্বস ধনীদের তালিকায় গৌতম আদানির (Goutam Adani) অবস্থান এখন ৩৮ নম্বরে। পাঁচ সপ্তাহ আগে ছিল ৩ নম্বরে আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এম্টারপ্রাইজ পড়েছে বিপুল ৯.২৮ শতাংশ। তবে আদানি পোর্টের শেয়ার মূল্য সামান্য ০.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আদানি পাওয়ারের পতন ৪.৯৮ শতাংশ। আদানি উইলমার ৪.৯৯ শতাংশ পড়েছে, মিডিয়া কোম্পানি এনডিটিভির পতন ৪.৯৮ শতাংশ। ৪.৯৯ শতাংশ পড়েছে আদানি গ্রিন ও আদানি টোটাল গ্যাস। ৫ শতাংশ পতন আদানি ট্র্যান্সমিশনে। এসিসি সিমেন্ট পড়েছে ২.০৩ শতাংশ, অম্বুজা সিমেন্ট পড়েছে ৪.৪৫ শতাংশ। আদানিদের শেযার সম্পদ পতন বিশ্বের কর্পোরেট ইতিহাসে অভূতপূর্ব।

চলতি বছরের ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে আদানিদের বিরুদ্ধে ব্যাপক শেয়ার জালিয়াতি, কারচুপি, ভুয়ো কোম্পানি গড়া, বিরাট অঙ্কের ঋণের অভিযোগ ওঠে। মাত্র এক মাসে আদানিদের মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা। লগ্নিকারীদের আস্থা ফিরে পেতে আদানিরা নানা ব্যবস্থা নেওয়ার কথা বললেও পতন ঠেকানো যাচ্ছে না।

Tags : Sensex Share Market Adani Groups BSE NSE Nifty Fifty শেয়ার বাজার দালাল স্ট্রিট

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.