নয়াদিল্লি: রাজধানীতে বড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি (BJP)। দলের বরিষ্ঠ নেতা এবং তিনবারের বিধায়ক ব্রহ্ম সিং তানওয়ার (Brahm Singh Tanwar) আম আদমি পার্টিতে (AAP) যোগ দিলেন। বৃহস্পতিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwa) তাঁর মাথায় দলের প্রতীক সম্বলিত টুপি এবং উত্তরীয় পরিয়ে দিলেন। আগামী বছরের গোড়ায় দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনা বিজেপির জন্য বিরাট বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।
আপের দলীয় সদর দফতরে সহযোগীদের নিয়ে যোগদান করেছেন তানওয়ার। ছতরপুর এবং মেহরৌলি কেন্দ্র থেকে তিনবারের বিধায়ক তিনি। কেজরিওয়াল বলেন, আপ পরিবারকে শক্তিশালী করবেন তানওয়ার।
আরও পড়ুন: হরিয়ানা ভোটে ইভিএম বদলেই জিতেছে বিজেপি!
दिल्ली विधानसभा चुनावों से पहले और मजबूत हुई AAP💯@ArvindKejriwal जी के नेतृत्व में दक्षिण दिल्ली से BJP के बड़े नेता, तीन बार के विधायक ब्रह्म सिंह तंवर जी अपने साथियों के साथ BJP छोड़कर AAP में शामिल हुए।
इस दौरान MLA व PAC Member @ipathak25 जी भी मौजूद रहे। pic.twitter.com/2feCKhOoF6
— AAP (@AamAadmiParty) October 31, 2024
রাজনৈতিক মহলের দাবি, চার মাস আগের ঘটনার বদলা নিল কেজরিওয়ালের দল। ছতরপুর কেন্দ্র থেকে আপ-এর জয়ী বিধায়ক করতার সিং তানওয়ার দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এবার বিজেপি থেকে অন্য এক তানওয়ারকে ছিনিয়ে নিল আপ। ব্রহ্ম সিং তানওয়ার জানিয়েছেন, তিনি কেজরিওয়ালের কাজের ধরন এবং মানুষের জন্য কাজ করার স্পৃহা দেখে আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন।
দেখুন অন্য খবর: