HomeখেলাWrestlers | Neeraj Chopra | পরিস্থিতি অন্যভাবেও সামলানো যেত, টুইটে ক্ষোভপ্রকাশ নীরজের

Wrestlers | Neeraj Chopra | পরিস্থিতি অন্যভাবেও সামলানো যেত, টুইটে ক্ষোভপ্রকাশ নীরজের

Follow Us :

নয়াদিল্লি: কুস্তিগিরদের ধরনায় নিয়ে ঘুম ভাঙেনি কেন্দ্রের।যন্তরমন্তর থেকে নতুন সংসদ ভবনে যাওয়ার চেষ্টা করলে রবিবার দিল্লি পুলিশ তাদের আটকে করে বাসে তুলে নিয়ে যায়। বজরং পুনিয়া, সাক্ষী মালিক সহ সোনার মেয়েদের। সোনার মেডেল আজ পুলিশের বুটের তলায়। এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করলেন অলিম্পিকস সোনার পদকজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)। টুইট করে প্রতিবাদ জানিয়ে লেখেন, পরিস্থিতি অন্যভাবেও সামলানো যেত।

নতুন সংসদ ভবন উদ্বোধন করে সেখানে প্রধানমন্ত্রী বললেন, ২৮ মে দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে।দেশবাসীর কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে এই দিনটি। সেখানে সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটদের টানতে টানতে হাজতে নিয়ে যাচ্ছে পুলিশ। মারধর করা হচ্ছে মহিলা কুস্তিগিরদেরও। এই ঘটনা কালিমালিপ্ত করল ঐতিহাসিক দিনকে। এমন ঘটনা চোখে দেখা নিঃসন্দেহে লজ্জার। বিশ্বমঞ্চে পদকজয়ী কুস্তিগিরদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ, তার নিন্দা করেছে সব মহল।

নীরজ লেখেন,  এটা দেখে মন খারাপ হল। পরিস্থিতি অন্যভাবেও সামলানো যেত। এদিকে কড়া পুলিশি পদক্ষেপের পরেও সাক্ষী মালিক জানিয়ে দিয়েছেন, আন্দোলন থামছে না। যন্তর মন্তর চত্বরে বিক্ষোভ চলবে। কুস্তিগিরদের (Wrestlers) যেভাবে টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হয়েছে তার নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি ট্যুইট করে এর নিন্দা করেছেন। তিনি ট্যুইটে লিখেছেন, যেভাবে দিল্লি পুলিশ বীনেশ ফোগত, সাক্ষী মালিক ও অন্যান্যদের টেনে ভ্যানে তোলা হয়েছে। আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা লজ্জার।

দিল্লির যন্তর মন্তরে বিগত কয়েক দিন ধরেই প্রতিবাদ বিক্ষোভ চালচ্ছেন দেশের কুস্তিগিররা। কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে এই প্রতিবাদ চলছে। ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে অনড় তাঁরা। এরই মধ্যে প্রতিবাদ বিক্ষোভে নয়া মোড় নেয় রাজস্থান,পঞ্জাব, উত্তরপ্রদেশ, এবং হরিয়ানা থেকে হাজার হাজার কৃষক রওনা দেয় দিল্লির (Delhi) উদ্দেশ্যে। সে কারণে দিল্লি পুলিশ রাজধানীকে কড়া নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলেছে।যন্তরমন্তর থেকে নতুন সংসদ ভবনে যাওয়ার চেষ্টা করলে রবিবার দিল্লি পুলিশ তাদের আটকে করে বাসে তুলে নিয়ে যায়। বজরং পুনিয়া, সাক্ষী মালিক সহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুস্তিগিররা ছিলেন। দিল্লি পুলিশের হাতে আটক হয়ে কুস্তিগির বীনেশ ফোগত বলেন, নতুন দেশ স্বাগত জানায়। যখন নতুন সংসদ ভবন উদ্বোধন হচ্ছিল কীভাবে মহিলা কুস্তিগিরদের অধিকার রক্ষার লড়াইয়েক দমন করা হয়েছিল।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | ঘাটালে কোন দল এগিয়ে?
05:59
Video thumbnail
আজকে (Aajke) | অমিত শাহের ভোট প্রচার মানে মিথ্যের ফুলঝুরি
10:46
Video thumbnail
Fourth Pillar | মোদিজির পায়ের তলায় ধস নামছে, উন্নয়ন নয়, এবার হিন্দু-মুসলমান খেলায় নেমে পড়েছেন
15:25
Video thumbnail
বাংলা বলছে | চাকরি বাতিল, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও SSC
53:28
Video thumbnail
Politics | পলিটিক্স (24 April, 2024)
15:13
Video thumbnail
Abhishek Banerjee | বিজেপি দলটাকে উঠিয়ে দেব: অভিষেক
10:43
Video thumbnail
নারদ নারদ | তৃণমূলপ্রার্থীর প্রচারে গিয়ে বিরোধী সুকান্তর প্রশংসা! দেবের মন্তব্যে শোরগোল রাজনীতিতে
15:36
Video thumbnail
Stadium Bulletin | Sachin Tendulkar | কালের মন্দিরা 'শচীন'
26:44
Video thumbnail
Sera 10 | ভোটের আগে ভাটপাড়ায় মিষ্টির ড্রামে ৪৭টি তাজা বোমা উদ্ধার
15:20
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি
13:56