কলকাতা: বলি থেকে উদ্ধার হওয়া ৪০০ গবাদি পশু পাকাপাকি আশ্রয় পেল বন্তারায় (Vantara)। বন্তারা হল অনন্ত আম্বানির প্রতিষ্ঠিত একটি পশু দেখভাল কেন্দ্র। ৪০০ গবাদি পশুর মধ্যে রয়েছে ৭৪টি ষাঁড় এবং ৩২৬টি ছাগল। নেপালের গড়িমাই মহোৎসবে (Gadhimai Festival) বলি দেওয়ার জন্য বেআইনিভাবে পাচার করা হচ্ছিল এগুলিকে। বিহার সরকার এবং সশস্ত্র সীমা বলের তৎপরতায় উদ্ধার করা হয়েছে। সহযোগিতা করেছে পিপল ফর অ্যানিম্যাল (PFA) এবং হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল (HIS)।
বন্তারায় স্বাস্থ্যপরীক্ষা করার পর চিকিৎসকরা জানিয়েছেন, গবাদি পশুগুলিকে খাদ্য-পানীয় ছাড়াই অনেকটা রাস্তা গাড়িতে করে আনা হয়েছিল। তবে এবার পশুকল্যাণ কেন্দ্রে শুশ্রুষা পাবে তারা। জানা গিয়েছে, ২১টি ছোট ছাগলের অবস্থা গুরুতর, তাদের বিশেষভাবে যত্ন নেওয়ার জন্য উত্তরাখণ্ডের হ্যাপি হোম স্যাংচুয়ারিতে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন: ১৮,০০০ ভারতীয়কে দেশছাড়া করবেন ডোনাল্ড ট্রাম্প!
প্রসঙ্গত, নেপালের গড়িমাই পৃথিবীর সবথেকে বড় পশুবলি উৎসব হিসেবে পরিচিত। ২০১৪ সালে এই উৎসবে পাঁচ লক্ষের বেশি পশুর নিধন হয়েছিল। এর মধ্যে বেশিরভাগ পশুই ভারত থেকে অবৈধভাবে নেপালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রধানত বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উওরাখণ্ড থেকে গিয়েছিল এইসব পশু।
দেখুন অন্য খবর: