skip to content
Thursday, May 1, 2025
HomeCurrent Newsনিয়ন্ত্রণে দিল্লির জুতো কারখানা আগুন, নিখোঁজ ৬

নিয়ন্ত্রণে দিল্লির জুতো কারখানা আগুন, নিখোঁজ ৬

Follow Us :

নিয়ন্ত্রণে দিল্লিতে জুতো কারখানার আগুন৷ অগ্নিকাণ্ডের জেরে ওই কারখানায় কর্মরত ৬ জন শ্রমিক এখনও নিখোঁজ৷ সোমবার সকাল সাতটা নাগাদ ওই কারখানায় আগুন লাগে৷ দমকলের ২৪টি ইঞ্জিন লাগাতার আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি৷ সোমবার সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল৷ আগুন লাগায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ কারখানায় দাহ্যবস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের৷

আরও পড়ুন বড় বাজারের চায়না বাজারে ভয়াবহ আগুন

উদয় নগর অঞ্চলে ওই কারখানা সংলগ্ন অঞ্চল ঘনবসতিপূর্ণ এলাকা। এদিকে কারখানার প্রচুর দাহ্যবস্তু মজুত রয়েছে। যার জেরে এলাকায় সহজেই আগুন সহজেই ছড়িয়ে পড়ে৷এলাকা ঘণবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে দমকলকর্মীদর৷ কারখানার অন্দরে দাহ্যপদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে৷ প্রাথমিকভাবে ৬ জন শ্রমিক আটকে থাকার খবর পাওয়া গেলেও কারখানার ভিতর বাকি কেউ থেকে গেছে কিনা তা স্পষ্ট নয়৷

RELATED ARTICLES

Most Popular