নয়াদিল্লি: ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) গ্যারান্টি সহ পাঁচ দফা দাবিতে ‘দিল্লি চলো’ অভিযান করেছিলেন কৃষকরা। পুলিশের কাঁদানে গ্যাসে থমকে গেল সেই অভিযান। কাঁদানে গ্যাসের আহত হয়েছেন আটজন কৃষক। এই ঘটনায় রাজধানীর উদ্দেশে পদযাত্রা থেকে সাময়িক বিরতি নিয়েছেন কৃষকরা।
জানা গিয়েছে, পঞ্জাব-হরিয়ানা সীমান্তে (Punjab-Haryana Border) শম্ভুর কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে কৃষক-পুলিশ সংঘর্ষ হয়। রাজধানীর পুলিশ কাঁদানে গ্যাসের (Tear Gas) শেল ছুড়লে তাতে আহত হন আট কৃষক, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, “পুলিশ আমাদের বিরুদ্ধে তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে। আমরা যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ছিলাম এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ প্রদর্শন করছিলাম। আমরা জানতাম, আমাদের বিরুদ্ধে যে শক্তি প্রয়োগ হবে তার প্রতিরোধ করতে পারব না, তাই আজকের মতো প্রতিবাদ বন্ধ রেখেছি।”
আরও পড়ুন: ভোটার তালিকায় কারচুপি করেছে বিজেপি! অভিযোগ কেজরিওয়ালের
Ambala, Haryana: Police fired tear gas shells at the protesters pic.twitter.com/3sCa9haqT5
— IANS (@ians_india) December 6, 2024
পান্ধের আরও বলেন, “আমাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হল তার ন্যায়সঙ্গত কারণ মোদিজি দেখাতে পারবেন না। আমরা গভীরভাবে ব্যথিত। যদি দিল্লির অভ্যন্তরে প্রতিবাদে অনুমতি থাকে, তাহলে আমাদের সঙ্গে কেন শত্রুর মতো আচরণ করা হচ্ছে। পঞ্জাবি এবং হরিয়ানভিরা দেশকে খিদের হাত থেকে রক্ষা করেছে।”
সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) এবং কিসান মজদুর মোর্চার নেতৃত্বে রবিবার ফের ‘দিল্লি চলো’ অভিযান করবেন কৃষকরা। পান্ধের বলেন, আমরা সরকারকে আলোচনা শুরু করার জন্য একদিনের সময় দিচ্ছি।
দেখুন অন্য খবর: