ওয়েব ডেস্ক: গুজরাত থেকে সরাসরি বিহার—ভারতের রাজনীতির মানচিত্রে প্রভাব বিস্তার করতে কোমর বেঁধে নামছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাত, গোয়া, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং অসমের পর এবার বিহারের বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) পা রাখতে চলেছে আম আদমি পার্টি (Aam Aadmi Party)। আসন্ন এই নির্বাচনেও আম আদমি পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্প্রতি একথা ঘোষণা করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
বুধবার গুজরাতের গান্ধীনগরে এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল স্পষ্ট জানান, “আমরা বিহারের আসন্ন নির্বাচনে লড়তে চলেছি। কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও জোট নেই।” তিনি আরও বলেন, “ইন্ডিয়া জোট গঠিত হয়েছিল শুধুমাত্র ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য। আপ আর সেই জোটে নেই।” অর্থাৎ, বিহারে ‘একলা চলো’ নীতিতে ভোটের লড়াইয়ে নামতে চলেছে কেজরির দল।
আরও পড়ুন: কর্নাটকে বাঁচল কংগ্রেসের মুখ! মুখ্যমন্ত্রী পদে অটল সিদ্দারামাইয়া
কেজরিওয়ালের এই ঘোষণায় ফের একবার বিরোধী ঐক্যের বাস্তব চিত্রের ছবিটা স্পষ্ট হচ্ছে। লোকসভা নির্বাচনের পর থেকেই একাধিক শরিক দল ইন্ডিয়া জোট থেকে কার্যত সরে দাঁড়িয়েছে কিংবা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এবার কেজরিওয়ালের দলের বিহারে একক লড়াইয়ের সিদ্ধান্ত সেই বিভাজনকে আরও স্পষ্ট করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে দিল্লির সাম্প্রতিক নির্বাচনে বড় ধাক্কা খেয়েছিল আপ। অনেকেই তখন দলের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে পাঞ্জাব এবং গুজরাতের সাম্প্রতিক উপনির্বাচনে জয়লাভ আপকে আবার চাঙ্গা করে তুলেছে। সেই সাফল্যের সূত্র ধরেই দেশজুড়ে সংগঠন বিস্তারে ঝাঁপাচ্ছেন কেজরিওয়াল।
দেখুন আরও খবর: