নয়াদিল্লি: শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আবগারি দুর্নীতি মামলায় ইডির (ED) গ্রেফতারি বেআইনি, এই দাবিতে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো। সেই আবেদনে জামিন পেয়েছেন তিনি। এরপরেই আপ এবং বিজেপি তরজায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী।
আপের দাবি, বিজেপির ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে শীর্ষ আদালত। পাল্টা কেজরিওয়ালের পদত্যাগের দাবি করেছে পদ্ম শিবির।
আরও পড়ুন: ইডির গ্রেফতারি মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন কেজরিওয়ালের
জামিনের রায়ের পর আপ-এর তরফে প্রথম প্রতিক্রিয়া ছিল এক টুইট। টুইটে ভারতের জাতীয় পতাকা হাতে ছবি পোস্ট করে লেখা হয়, ‘সত্যমেব জয়তে’। এরপর সাংবাদিক সম্মেলন করে দিল্লির মন্ত্রী অতিশী (Atishi Marlena) বলেন, দিল্লিতে কর্মযজ্ঞ থামিয়ে দিতে অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যে মামলায় জেলে রাখার জন্য ষড়যন্ত্র করেছে বিজেপি।
सत्यमेव जयते 🇮🇳 pic.twitter.com/dG5o2eHB0l
— AAP (@AamAadmiParty) July 12, 2024
এদিকে আপ-এর সাধারণ সচিব সন্দীপ পাঠক বলেন, কেজরিওয়ালকে জামিন দেওয়ার সময় বিশেষ আদালত জানিয়েছিল, কোনও প্রমাণ পাওয়া যায়নি এবং ইডি পক্ষপাতদুষ্ট। আপ সাংসদ সঞ্জয় সিংয়ের প্রশ্ন, মোদিজি, মিথ্যে মামলায় আর কতদিন সত্যকে জেলবন্দি করে রাখবেন? গোটা দেশ আপনার একনায়কতন্ত্র দেখছে।
এদিকে বিজেপি নেতা বীরেন্দ্র সচদেব (Virendra Sachdeva) বলেন, কেজরিওয়াল জামিন পেয়েছেন মাত্র, খালাস পাননি। জামিন পাওয়ার পরেও জেলে যাওয়া লালুপ্রসাদ যাদবের দৃষ্টান্ত তুলে ধরেছেন তিনি। সচদেব একই সঙ্গে অতিশী এবং সৌরভ ভরদ্বাজকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, কারণ জেরায় কেজরিওয়াল তাঁদের নাম করেছিলেন।
দেখুন অন্য খবর: