নয়াদিল্লি: ছয় ঘণ্টা জেরার পর ইডি-র (ED) হাতে গ্রেফতার হলেন আম আদমি পার্টির (AAP) বিধায়ক আমানাতুল্লাহ খান (Amanatullah Khan)। দিল্লি ওয়াকফ বোর্ড (Delhi Waqf Board) মামলায় আর্থিক তছরুপের দায়ে সোমবার গ্রেফতার হলেন তিনি। গ্রেফতারির পর ইডি আধিকারিক এবং পুলিশি ঘেরাটোপে যখন গাড়িতে তোলা হচ্ছে, আমানুতুল্লাহ বললেন, “আমি নির্দোষ।”
দিল্লির যে কেন্দ্রের বিধায়ক আমানাতুল্লাহ সেই ওখলার বাড়িতে আজ সাতসকালে হানা দিয়েছিল ইডি। সে সময় টুইট করে আপ বিধায়ক লেখেন, ইডির লোকজন এইমাত্র আমাকে গ্রেফতার করার জন্য বাড়িতে এসেছে। আপ দলের তরফেও গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এদিন। অবশেষে তাই হল। প্রসঙ্গত, দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন অবৈধ নিয়োগ এবং আর্থিক অনিয়মে অভিযুক্ত ছিলেন আমানাতুল্লাহ।
আরও পড়ুন: বিজেপি নেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
अभी सुबह-सुबह तानाशाह के इशारे पर उनकी कटपुतली ED मेरे घर पर पहुँच चुकी है, मुझे और AAP नेताओं को परेशान करने में तानाशाह कोई कसर नहीं छोड़ रहा।
ईमानदारी से अवाम की ख़िदमत करना गुनाह है?
आख़िर ये तानाशाही कब तक?#EDRaid #Okhla pic.twitter.com/iR2YN7Z9NL
— Amanatullah Khan AAP (@KhanAmanatullah) September 2, 2024
এদিন সকালে তল্লাশি চলাকালীন আপ বিধায়কের বাড়ি বিরাট সংখ্যায় ঘিরে ফেলেছিল দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনী। তাঁর বাড়ির পথে সর্বত্র কড়া পুলিশি পাহারা রাখা হয়েছিল।
সকাল সকাল সোশ্যাল মিডিয়া এক্স-এ এক ভিডিও পোস্ট করে আমানাতুল্লাহ বলেন, “আজ সকালে স্বৈরাচারীর হুকুমে তার পুতুল ইডি আমার বাড়ি এসেছে। আমি এবং আপের নেতাদের হেনস্থা করতে কোনও কসুর ছাড়ছেন না স্বৈরাচারী। সৎভাবে মানুষের সেবা করা কি অপরাধ? এই স্বৈরাচার কবে শেষ হবে?” তাঁর এই টুইটের পর দ্রুত একই সুরে মন্তব্য পেশ করতে থাকেন আম আদমি পার্টির নেতারা।
দেখুন অন্য খবর: