skip to content
Saturday, March 15, 2025
Homeদেশস্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস একতরফা সিদ্ধান্ত নিয়েছে, অভিযোগ অভিষেকের
Abhishek Banerjee

স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস একতরফা সিদ্ধান্ত নিয়েছে, অভিযোগ অভিষেকের

তিন লাইনের হুইপ জারি কংগ্রেসের, বুধবার স্পিকার নির্বাচন নিয়ে ভোটাভুটি নিশ্চিত?

Follow Us :

নয়াদিল্লি: লোকসভার স্পিকার পদে (Speaker Of Lok Sabha) ইন্ডিয়া জোটের (INDIA Alliance) প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের (TMC) সংঘাত শুরু হল। মঙ্গলবার তৃণমূল সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দিল্লিতে বলেন, এ ব্যাপারে কংগ্রেস একাই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সঙ্গে কোনও আলোচনা করেনি। দুর্ভাগ্যজনক ঘটনা। বলতে বাধ্য হচ্ছি, এই সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয়েছে। এদিকে কংগ্রেস (Congress) আগামিকাল বুধবার স্পিকার নির্বাচনের দিন দলীয় সাংসদদের লোকসভায় উপস্থিত থাকার জন্য তিন লাইনের হুইপ জারি করেছে। আগামীকাল বেলা ১১টায় সব সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই হুইপে। দিল্লির রাজনৈতিক মহল বলছে, কংগ্রেস বিষয়টা খুব গুরুত্বের সঙ্গেই দেখছে।

অভিষেক ওই কথা বলার পরও সংসদে রাহুল গান্ধীর (Rahul Gandhi) পাশে গিয়ে বসেন। তাঁদের মধ্যে কথাও হয়। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। সূত্রের খবর, সন্ধ্যায় অভিষেক দলীয় সাংসদদের নিয়ে দিল্লিতেই জরুরি বৈঠকে বসছেন। স্পিকার নির্বাচন নিয়ে তাদের সিদ্ধান্ত রাতে জানা যেতে পারে। এরই মধ্যে এনডিএর শরিক নেতারা এদিন বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। চিরাগ পাসওয়ান, অনুপ্রিয়া প্যাটেলের মতো শরিক নেতারা শাহকে জানিয়ে দেন, স্পিকার ইস্যুতে তাঁরা বিজেপির পাশেই আছেন।

আরও পড়ুন: স্পিকার পদে এনডিএ-র প্রার্থী ওম বিড়লা, পাল্টা মনোনয়ন ‘ইন্ডিয়া’র

অন্যদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। সূত্রের খবর, কংগ্রেস এরকম একতরফা সিদ্ধান্ত নেওয়ায় তৃণমূলনেত্রীও ঘনিষ্ঠ মহলে ক্ষোভপ্রকাশ করেন।

এনডিএর দাবি, স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস অযথা রাজনীতি করছে। এনডিএ শিবিরের বক্তব্য, স্পিকার নির্বাচনের পর্ব শেষ হয়ে গেলে সরকার পক্ষ ডেপুটি স্পিকার নিয়ে বিরোধীদের সঙ্গে কথা বলতে রাজি ছিল। কিন্তু ইন্ডিয়া জোট কে সুরেশকে স্পিকার পদে মনোনয়ন দেওয়ায় জল ঘোলা হয়ে গেল। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তব্য, সংসদের রেওয়াজ হল, ডেপুটি স্পিকার বিরোধীদের থেকে করতে হবে। এতে রাজি হলেই আমরা স্পিকার পদে ওম বিড়লাকে সমর্থন করব। রাহুলের আরও অভিযোগ, গতকাল রাজনাথ সিং দরাদরি করতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে কথা বলতে এসেছিলেন। কিন্তু তারপর আর তিনি খাড়্গের সঙ্গে যোগাযোগ করেননি। তবে রাজনাথ সেই অভিযোগ অস্বীকার করেন। সব মিলিয়ে স্পিকার নির্বাচন নিয়ে এদিন রাত পর্যন্ত জটিলতা রয়েই গেল।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Weather | দোল মিটতেই তীব্র দাবদাহে বঙ্গবাসী, কাল থেকেই তাপপ্রবাহের সম্ভাবনা? আত*ঙ্কে সাধারণ মানুষ
00:00
Video thumbnail
Abhishek Banerjee | আজ অভিষেকের মহাবৈঠক, শুধু 'ভূতুড়ে' ভোটার ইস্যুতে? নাকি আরও কিছু?কৌতূহল সবমহলেই
00:00
Video thumbnail
Sheikh Hasina | বাংলাদেশের অবস্থা নিয়ে এমন কী বললেন হাসিনা? হইচই সর্বত্র
00:00
Video thumbnail
Weather | দোল মিটতেই তীব্র দাবদাহে বঙ্গবাসী, কাল থেকেই তাপপ্রবাহের সম্ভাবনা? আত*ঙ্কে সাধারণ মানুষ
06:18
Video thumbnail
Sachin Tendulkar | যুবরাজকে রং মাখিয়ে ভুত করলেন শচীন, শচীনকে বালতি করে রংয়ে স্নান করালেন ইউসুফ পাঠান
02:03:15
Video thumbnail
BJP | কলকাতা টিভির খবরে সিলমোহর, বিজেপির নতুন জেলা সভাপতি কারা? মিলিয়ে দেখে নিন তালিকা
02:43:47
Video thumbnail
Sheikh Hasina | হোলির দিন লাইভে এসে কার মুখোশ খুললেন হাসিনা? দেখুন Live
02:31:54
Video thumbnail
AAP | Holi 2025 | হোলিতে মাতোয়ারা AAP নেতারা, নাচছেন মণীষ সিসোদিয়া, সঞ্জয় সিং
44:20
Video thumbnail
Pakistan | রেল স্টেশনে কফনের সারি দেখে বিদ্রোহীদের বিরুদ্ধে অপারেশনে যেতে চাইছে না প্রচুর পাক সেনা,
41:20
Video thumbnail
Sunita Williams | NASA | সময়ে রকেট লঞ্চ করতে পারেনি নাসা, ফের পিছল সুনীতাদের পৃথিবীতে ফেরা
00:55