নয়াদিল্লি: এনসিপির (NCP) পর পূর্ণমন্ত্রিত্ব না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করল শিবসেনা (Shiv Sena)। শিবসেনার একনাথ শিন্ডে (Eknath Shinde) শিবির লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে সাতটি আসন জিতেছে। তা সত্ত্বেও তাদের মাত্র একজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তাও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেন শিবসেনার শিন্ডে শিবিরের চিফ হুইপ শ্রীরঙ্গ বার্নে (Shrirang Barne)। তিনি বলেন, আমরা ক্যাবিনেটে একটা বার্থ আশা করেছিলাম।
বার্নে আরও বলেন, চিরাগ পাসোয়ানের পাঁচজন সাংসদ, জিতনরাম মাঞ্ঝির একজন, জেডিএস-এর দু’জন… তাও ওরা প্রত্যেকে একজন করে পূর্ণমন্ত্রীর পদ পেল। শিবসেনা কেন একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পেল? শিবসেনা বিজেপির পুরনো সহযোগী, অন্তত সে জন্য একটা ক্যাবিনেট পোস্ট পেতে পারত।
আরও পড়ুন: কংগ্রেস ১০১ নট আউট! দলে পূর্ণিয়ার নির্দল সাংসদ
মহারাষ্ট্রে এনডিএ-র আর এক শরিক অজিত পওয়ারের (Ajit Pawar) এনসিপিও ক্যাবিনেট পোস্ট দাবি করেছিল। কিন্তু তাদেরও একজন প্রতিমন্ত্রীর পদ ‘অফার’ করে বিজেপি (BJP)। কিন্তু এনসিপি তা প্রত্যাখ্যান করে। অজিত পওয়ার এবং রাজ্যসভার সাংসদ প্রফুল্ল প্যাটেলের (Praful Patel) মতে, এটা তাঁদের ‘অবনমন’।
অজিত পওয়ার বলেন, কেন্দ্রীয় সরকারে ক্যাবিনেট মন্ত্রিত্ব সামলানো প্রফুল্ল প্যাটেলের মনে হয়েছে, প্রতিমন্ত্রিত্ব গ্রহণ করা ঠিক নয়। তাই আমরা ওদের (বিজেপি) জানিয়েছি, আরও কিছুদিন অপেক্ষা করতে রাজি, কিন্তু আমাদের পূর্ণমন্ত্রীর পদ চাই। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শিন্ডের শিবসেনা জিতেছে সাতটি আসন। এদিকে চারটি আসনে লড়ে একটি মাত্র আসন জিতেছে অজিত পওয়ারের এনসিপি। রাজ্যের মোট ৪৮টি আসনে মহাযুক্তি জোট (এনডিএ) জিতেছে ১৭টি আসন। মহাবিকাশ আঘাড়ি বা ইন্ডিয়া জোট জিতেছে ৩০টি আসন।
দেখুন অন্য খবর: