নায়দিল্লি: মঙ্গলবার সর্বদল বৈঠক (all Party Meet) ডাকল কেন্দ্রীয় সরকার। এদিন সকাল ১০টায় সংসদে বৈঠকটি শুরু হওয়ার কথা। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বৈঠকে সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh Unrest) ব্যাখ্যা করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ( S Jaishankar)। আরও একটি সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার সংসদেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে পারেন জয়শঙ্কর।
আজ এই বৈঠকে উপস্থিত থাকর কথা রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্যরা। একইসঙ্গে বৈঠকে যোগ দেওয়া কথা রয়েছে বিরোধি দলনেতা রাহুল গান্ধীর। এছারাও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেলজয়ী ইউনুসকে চায় প্রতিবাদী পড়ুয়ারা
বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গতকাল সন্ধ্যায় তাঁর বাসভবনে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পৃথকভাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এই মুহূর্তে বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন। তাঁর সঙ্গে দেখা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বিদেশমন্ত্রী এই বিষয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলেছেন।
দেখুন আরও অন্যান্য খবর: