কলকাতা: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের (Maharashtra Assembly Elections) বিজেপির (BJP) ‘সংকল্পপত্র’ অর্থাৎ ইস্তাহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার (১০ নভেম্বর) মুম্বইতে ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis), রাজ্য বিজেপির প্রধান চন্দ্রশেখর প্রধান, মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলার এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)।
ইস্তাহার প্রকাশ করতে গিয়ে অমিত শাহের মুখে উন্নয়নের বার্তা। মহাযুক্তি সরকার মহারাষ্ট্রে কী কী উন্নয়ন করেছে তার খতিয়ানও দিলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই ইস্তাহার মহারাষ্ট্রের জনগণের জন্য উৎসর্গীকৃত। আমাদের নেতৃত্বে এ রাজ্যের গ্রস স্টেট ডোমেস্টিক প্রডাক্ট (GSDP) অনেকটা বেড়েছে। রাজ্যের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য মহাযুক্তি সরকারের থাকা গুরুত্বপূর্ণ। সড়ক পরিকাঠামোর উন্নতিতে অবদান রয়েছে ডাবল ইঞ্জিন সরকারের, যার ফলে নতুন হাইওয়ের মাধ্যমে যোগাযোগ বাড়ছে।”
আরও পড়ুন: নির্বাচন কমিশনে সুকান্তকে শোকজের দাবি জানাল তৃণমূল
HM Shri @AmitShah releases BJP’s Sankalp Patra for Maharashtra Assembly Election in Mumbai. #BJPSankalp4Maharashtra https://t.co/iBncZP2Mlf
— BJP (@BJP4India) November 10, 2024
সমগ্র ভারতের অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দিয়ে শাহ বলেন, “আমরা পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছনোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এবং নির্বাচনে জিতলে এই ইস্তাহারের সবকিছু পালন করব।” প্রসঙ্গত, বিজেপির সংকল্পপত্রে রয়েছে মিশন অলিম্পিক্স ৩৬, কৃষকদের জন্য সহযোগিতা, লড়কি বেহনা যোজনা ইত্যাদি।
দেখুন অন্য খবর: