নয়াদিল্লি: বিরোধীদের আক্রমণ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মুখে ফের মুঘল সম্রাট আওরঙ্গজেবের নাম। তিনি বলেন, মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ি জোটকে তিনি ‘আওরঙ্গজেব ফ্যান ক্লাব’ নাম দিয়েছেন এবং তার নেতা হিসেবে আখ্যা দিয়েছেন উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray)। পুনেয় বিজেপির রাজ্য কনভেনশনে স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে জোট বেঁধেছেন যারা ২৬/১১ হামলার জঙ্গি আজমল কাসভকে বিরিয়ানি খাইয়েছিল।
অমিত শাহ বলেন, “আওরঙ্গজেব ফ্যান ক্লাবের সদস্য কারা? যারা কাসভকে বিরিয়ানি খাইয়েছিল, যারা ইয়াকুব মেমনের প্রতি সহানুভূতি দেখিয়েছিল, যারা জাকির নায়েককে (বিতর্কিত ইসলামিক ধর্মগুরু) শান্তির দূত পুরস্কার দিয়েছিলন এবং যারা পিএফআইকে (নিষিদ্ধ ইসলামিক সংগঠন) সমর্থন করেছিল। ঠাকরের এইসব লোকদের সঙ্গে মেলামেশার পর লজ্জা হওয়া উচিত।”
আরও পড়ুন: সিকিমে ঢুকলে গাড়িতে বড় আবর্জনার ব্যাগ রাখতে হবে
উদ্ধবের পর এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারকে (Sharad Pawar) দুর্নীতির শিরোমণি বলে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “ওরা ভুল ধারণা ছড়িয়ে নির্বাচন জিততে চায়। ওরা দুর্নীতির কথা বলছে, কিন্তু ভারতীয় রাজনীতিতে দুর্নীতির সবথেকে বড় মাথা শরদ পওয়ার, এবং একথা বলতে আমার দ্বিধা নেই। এই দেশের বহু সরকারে দুর্নীতির বাসা করেছিলেন পওয়ার।”
লোকসভা নির্বাচন এবং অতি সম্প্রতি বিধানসভা উপনির্বাচনের ফলাফলে চাপে বিজেপি (BJP)। সামনেই রয়েছে মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। তিন রাজ্যেই ভরাডুবির আশঙ্কা রয়েছে কেন্দ্রের শাসকদলের। তা বুঝে মহারাষ্ট্রে কর্মী-সমর্থকদের চাঙ্গা করতেই শাহের এই ভাষণ তা স্পষ্ট। তিনি একথাও বলেছেন, মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের ফলাফলে হতাশ হওয়ার প্রয়োজন নেই।
দেখুন অন্য খবর: