কলকাতা: দেশজুড়ে চলছে নির্বাচন। কোথাও বিধানসভা ভোট (Assembly Elections) তো কোথাও উপনির্বাচন (By-election)। এ দেশে ভোট মানেই অশান্তি, গন্ডগোল। বুধবার (১৩ নভেম্বর) দিনটাও তার ব্যতিক্রম নয়। এদিন ভাটপাড়ায় খুন হয়েছেন এক স্থানীয় তৃণমূল নেতা। রাজস্থানের (Rajasthan) দেওলি-উনিয়ারা কেন্দ্রে ঘটল আর এক অত্যাশ্চর্য ঘটনা। এসডিএম-এর মতো উচ্চপদস্থ সরকারি আধিকারিককে সপাটে চড় কষালেন এক নির্দল প্রার্থী। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
এককালে কংগ্রেসে ছিলেন নরেশ মীনা (Naresh Meena)। এবার নির্দল প্রার্থী হিসেবে উপনির্বাচনে লড়ছিলেন। ভোটগ্রহণে কারচুপি চলছে অভিযোগ তুলে এক পোলিং স্টেশনে জোর করে ঢুকতে চেয়েছিলেন মীনা। এ নিয়ে প্রবল বিবাদের সৃষ্টি হয়। এরপরেই মালপুরার এসডিএম (SDM) অমিত চৌধরিকে চড় মেরে বসেন মীনা।
আরও পড়ুন: আধা সেনায় এই প্রথম সর্ব মহিলা রিজার্ভ ব্যাটেলিয়ন নিয়োগ করবে কেন্দ্র
নির্দল প্রার্থীর দাবি, তিনজন ভোটারের ভোটগ্রহণ নিয়ে কারচুপি করেছেন এসডিএম। ইভিএম-এ তাঁর প্রতীকের ছবি অস্পষ্ট বলেও অভিযোগ করেছেন তিনি। পরে এক ভিডিও বার্তায় মীনা বলেন, “আমি গ্রামবাসীদের নিয়ে সামরাওতা পঞ্চায়েতে ধর্নায় বসছি। গ্রামের মানুষ চাইছেন, তাদের পঞ্চায়েত উনিয়ারা সাব-ডিভিশনে বসুক যা ১৫ কিমি দূরে। ৫০ কিমি দূরে দেওলিতে পঞ্চায়েত অফিস চাইছেন না তাঁরা।”
চড় মারার পর সাসপেন্ড হয়েছেন মীনা। গোটা ঘটনার তদন্ত হবে এবং এসডিএম নিজেই একটি রিপোর্ট দেবেন যার ভিত্তিতে মীনার বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে।
দেখুন ভিডিও: