ওয়েব ডেস্ক: বিগত কয়েকমাস ধরেই খবরের শিরোনামে উঠে এসেছে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) নাম। জঙ্গি হামলা এবং তারপর জঙ্গি নিকেশ। তবে এবার এক অন্য কারণে ভারতের ভূস্বর্গ নিয়ে শুরু হয়েছে চর্চা। কারণ, ভারতের এই সীমান্তবর্তী রাজ্যে উদ্ধার হল বেশ কয়েকটি প্রাচীন হিন্দু মূর্তি (Ancient Hindu Idols)। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ (Anantnag) জেলায় খননকাজ (Excavation) চলাকালীন একাধিক শিবলিঙ্গ সহ উদ্ধার হয়েছে প্রাচীন দেবমূর্তিগুলি।
শনিবার অনন্তনাগ জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানানো হয়েছে। অধিকারিকরা জানান, দক্ষিণ কাশ্মীরের আইশমুকামের সলিয়া এলাকার কারকুট নাগ নামক পবিত্র ঝর্নার পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ চলাকালীন এই মূর্তিগুলি দেখা যায়। খননকাজে নিযুক্ত স্থানীয় শ্রমিকরা পাথরের তৈরি মূর্তিগুলি খুঁজে পান, যেগুলিতে বিভিন্ন দেব-দেবীর অবয়ব খোদাই করা রয়েছে।
আরও পড়ুন: চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠাবে ভারত! লাদাখের নির্জন উপত্যকায় শুরু কাউন্টডাউন
জম্মু ও কাশ্মীর আর্কাইভস, প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া মূর্তিগুলি পরিদর্শন করেছেন। তাঁরা জানান, মূর্তিগুলির বয়স ও উৎস নির্ধারণ করার জন্য সেগুলিকে পরীক্ষার জন্য শ্রীনগরে পাঠানো হবে। পরে এগুলিকে এসপিএস জাদুঘরে স্থানান্তরিত করা হবে, যেখানে গবেষকরা বিস্তারিতভাবে অধ্যয়ন করবেন।
উল্লেখ্য, ভূস্বর্গের কারকুট নাগ এলাকা কাশ্মীরি পণ্ডিতদের কাছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয়রা মনে করেন, এই এলাকার সঙ্গে কারকোটা রাজবংশের একটা যোগসূত্র রয়েছে। একজন কাশ্মীরি পণ্ডিত বলেন, আগে এখানে হয়তো মন্দির ছিল কিংবা কেউ মূর্তিগুলি সংরক্ষণের জন্য এখানে রেখে গিয়েছিলেন। তিনি আরও জানান, জেলা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান দীর্ঘদিন ধরে তীর্থস্থান হিসেবে পরিচিত।
দেখুন আরও খবর: