নয়াদিল্লি: বুধবার সকালে তেলঙ্গানার এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেছিলেন, আদানি-আম্বানিদের সঙ্গে ‘ডিল’ করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাদের থেকে টেম্পো ভর্তি টাকা নিয়েছে কংগ্রেস (Congress)। এই প্রথমবার দেশের সবথেকে বড় দুই শিল্পপতির নাম প্রকাশ্যে শোনা গিয়েছিল মোদির মুখে। তাকেই হাতিয়ার করে পাল্টা আক্রমণ করেছেন রাহুল। এক ভিডিও বার্তায় তাঁর প্রশ্ন, মোদিজি, আপনি কি ভয় পেয়েছেন?
রাহুল বলেন, “নমস্কার মোদিজি, আপনি কি ভয় পেয়েছেন? সাধারণত আপনি বন্ধ দরজার ভিতর আদানি-আম্বানিদের কথা বলেন, এই প্রথমবার প্রকাশ্যে বললেন।”
আরও পড়ুন: গণছুটিতে এয়ার ইন্ডিয়ার ৩০০ কেবিন ক্রু, বাতিল ৮৬টি বিমান
প্রধানমন্ত্রী সকালে বলেছিলেন, “টেম্পো ভর্তি টাকা কি কংগ্রেসের কাছে পৌঁছেছে? কোন চুক্তি হল যে আদানি-আম্বানিদের (Adani-Ambani) আক্রমণ করা রাতারাতি বন্ধ হয়ে গেল?” রাহুল তার পাল্টা দিয়ে বলেন, “আপনি এটাও জানেন যে ওরা টেম্পোতে করে টাকা দেয়? এটা কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা?”
এখানেই থামেননি রাহুল। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, আদানি-আম্বানিদের কাছে সিবিআই-ইডিকে পাঠান, তদন্ত করে সবকিছু জেনে নিন।
এরপর দেশবাসীর উদ্দেশে কংগ্রেস বলেন, “আমি আরও একবার বলছি, নরেন্দ্র মোদি যত টাকা এদের (আদানি-আম্বানি) দিয়েছে ততটাই আমরা দেশের গরিব মানুষকে দেব, মহালক্ষ্মী প্রকল্প, পহেলি নকরি পক্কি প্রকল্পের মাধ্যমে। বিজেপি (BJP) ২২ জনকে কোটিপতি বানিয়েছে, আমরা কোটি কোটি মানুষকে লাখপতি বানাব। ”
দেখুন অন্য খবর: